জ্বলদর্চি

দড়ির উপর দাঁড়িয়ে /কমলিকা ভট্টাচার্য

দড়ির উপর দাঁড়িয়ে
কমলিকা ভট্টাচার্য

পাথরের চাট্টানে দাঁড়িয়ে
আমরা খুঁজি মরুভূমির সীমানা—
যেখানে বালুর মাঝে চাপা পড়ে যায়
নির্বাক প্রশ্নেরা।

সময় বড় বিচিত্র,
আমরা হাঁটছি দড়ির উপর,
নিচে এক পাশে গভীর খাদ,
অন্য পাশে খরস্রোতা মৃত্যু-নদী।
দুপারেই ডাকে পরাজয়।

মনের টানাপোড়েনে দড়ি দুলে ওঠে,
কে দেবে ন্যায়?
যুদ্ধ করব? প্রতিবাদ করব?
নাকি মাথা নত করে বাঁচব শুধু?

এই মাঝ রেখাতেই দাঁড়িয়ে—
এক পাশে শিশু কাঁদে প্রথমবার,
অন্য পাশে স্তব্ধ মাটি গিলে ফেলে এক জীবন।
সেই রেখায় আনন্দ ও বেদনা—
একসাথে শূন্য হয়ে যায়।
শুধু নিঃশব্দতা প্রতিধ্বনি তোলে—
"তুমি একা।"

আমরা যুদ্ধ চাই না,
চাই না ধ্বংস, আগুনে পুড়ে যাক স্বপ্ন।
তবু যদি চুপ থাকি,
তবে কি কাপুরুষ বলবে না সবাই?

আর যদি বলি "না",
জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে—
তবে তো রক্তের হিসাব দিতে হবে।
দুটি পথই যন্ত্রণার—
দুটি দিকেই ক্ষয়।

আহিংসা আমাদের শিক্ষা,
কিন্তু ন্যায়ের জন্য কখনো
হয়তো অস্ত্র তোলা জরুরি।

কিন্তু যুদ্ধ শেষে কি থাকে?
শুধু ছাই,
শুধু হার,
শুধু একাকিত্বের দীর্ঘশ্বাস।

এই মানবজীবনের সত্যি—
যেকোনো পথেই হাঁটি,
শেষে শুধু শুন্যতা থেকে যায়।
আমরা যে এখনও গভীর ঘুমে,
শুধু অবচেতনে উড়ে চলে ভাবনার ড্রোন,
অবিরাম নিঃশব্দ প্রশ্নের গুলিবর্ষণ...

**************************
Standing on the Tightrope


We stand on a stone ledge,
Seeking the edge of the desert,
Where the silence buries
Questions we never dared ask.

Time is a strange beast—
We walk a tightrope,
One side, a deep abyss;
The other, a river of rage.
Death waits on both ends.

Our hearts pull the rope—
Who will speak for justice?
Should we fight? Resist?
Or bow down quietly to survive?

Here, right at the center line,
A baby is born, cries out new life—
And a man is buried under still soil.
At this line,
Joy and sorrow dissolve,
Only emptiness echoes—
A soft voice whispering,
“You are alone.”

We don’t want war.
We don’t seek destruction.
We don’t want to burn our dreams to ashes.
But if we stay silent,
Won’t they call us cowards?

And if we speak, rise, fight—
We must pay in pain.
Both choices bleed,
Both roads wound.

Nonviolence is a noble path,
But to defend truth,
Sometimes—
War seems necessary.

But what remains after war?
Ashes.
Loss.
A long breath of loneliness.

This is our truth—
No matter which way we choose,
We are left
With silence
And a shadow of ourselves.
We are still lost in a deep sleep,
While thought-drones fly through our subconscious,
Firing silent volleys of unanswered questions...

🍂
ad

Post a Comment

2 Comments

  1. AnonymousMay 10, 2025

    অসাধারণ উপলব্ধি!! কবিকে কুর্নিশ।

    ReplyDelete
    Replies
    1. Kamalika BhattacharyaMay 10, 2025

      Thank you

      Delete