জীবনের ধুয়া
মলয় সরকার
নিরন্তর ডানার ওঠাপড়ার মত
গতানুগতিক দিনলিপির আখ্যান
গড়িয়ে চলে নির্দিষ্ট পথে-
কখনও একটু প্রভাত আলোর ঝলকানি
কিংবা একটু সেতারের ঝঙ্কার
রাঙিয়ে দেয় জাগিয়ে দেয়
মুমুর্ষু উপাখ্যানের নায়ক নায়িকাকে-
অনেক নিষেধাজ্ঞা এড়িয়ে
বিস্ময় বোধক বা প্রশ্নচিহ্নের তির সামলে
নিয়তির মত বয়ে চলা জীবনের ধুয়া
বেজে চলে নিজস্ব নিয়মেই-
ব্যাধি
অজিত দেবনাথ
চোখের প্রশ্রয়ে লুণ্ঠনের সুখ
কিছুটা স্থির ও প্রচ্ছন্ন
এই ব্যক্তিগত গোপনীয়তা মাঝে মাঝে আমার ভেতরে ছড়ায় পতনশীল ধুলোর ছড়
একটি নির্লিপ্ত অন্ধকার আমার পাশ দিয়ে হেঁটে যায়
একটু একটু করে সঞ্চয় করি বিষ-বাষ্পের যজ্ঞ-কাঠ
অলক্ষ্যে আক্রান্ত হই, অন্তঃপুরে ছড়ায় অবসাদের ফাটল-সিঁড়ি
এই নিশ্চিত মহলের বাইরে প্রতিদিন ভোর হয়, আকাশে সূর্য সাম্রাজ্য বিস্তার করে,
পাখিরা অবাধ্য পৃষ্ঠার মতো আকাশে উড়ে
বিকেলের প্রণত আলো নির্জন পুকুরের কাছে রেখে যায় দিনের অবশিষ্ট আসক্তি-ভার
ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার ব্যক্তিগত
পরিসর
আকাশের পাঠশালায় নক্ষত্রেরা পাঠ-চর্চায় নিমগ্ন
আমার বার্ধক্য-প্রবণ স্মৃতি ভাঙা ছাদের প্রান্ত-রেখা জড়িয়ে ধরে
হৃদয়ের মুদ্রিত প্রচ্ছদ ক্রমশ প্রতীয়মান....
🍂
0 Comments