আজকের দিন (২৫ জুলাই)/ রুম্পা প্রতিহার
আজ বিশ্ব ভ্রূণবিদ দিবস। ১৯৭৮ সালে আজকের দিনে বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবীর জন্ম হয় ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে। নাম লুইস জয় ব্রাউন। তাই প্রতি বছর আজকের দিনে বিশ্ব ভ্রূণবিদ দিবস হিসেবে পালিত হয়।
আজ, মনোজ বসুর জন্মদিন। সুন্দরবনের ওপর লেখা তাঁর দুটি উপন্যাস : জলজঙ্গল, বন কেটে বসত। বাংলার জল- মাটি - বাতাস তার সমস্ত গন্ধ স্পর্শ নিয়ে তার লেখনীতে উঠে এসেছে।
আজ, রবীন্দ্র- জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্মদিন। সারাজীবন সরস্বতী সাধনায় কাটিয়েছেন। দীর্ঘ পঁচিশ বছর ধরে চার খণ্ডে তিনি 'রবীন্দ্র জীবনী কথা' লেখেন। অধ্যাপক শিশির কুমার ঘোষ এই বইয়ের ইংরাজি অনুবাদ করেন Life of Tagore নামে।
🍂
আজ, প্রকৃতি প্রেমিক পরিবেশবিদ, সাহিত্যিক জিম করবেটের জন্মদিন। Man Eater Of Kumaon, Jungle Love ইত্যাদি তাঁর লেখা গ্রন্থ। তাঁর নামে উত্তরাখণ্ডের নৈনিতালে জিম করবেট ন্যাশ্যানাল পার্ক নামাঙ্কিত।
2007 সালে আজকের দিনে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল সাংবিধানিক শপথ গ্রহণ করে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
১৮৩৪ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক স্যামুয়েল টেইলর কোলরিজ। তাঁর সবচেয়ে বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্যতম ‘দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার’ এবং ‘কুবলা খান’’ অন্যতম।
মনীষী কথন :
0 Comments