জ্বলদর্চি

আজকের দিন (৫আগষ্ট), রুম্পা প্রতিহার



আজকের দিন (৫আগষ্ট), রুম্পা প্রতিহার 


আজ,প্রখ্যাত কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজফফর আহমেদ -এর জন্মদিন। তাঁর লেখা  উল্লেখযোগ্য গ্রন্থ হল' নজরুল স্মৃতিকথা', 'ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস' প্রভৃতি।

আজ, টনি মরিসনের প্রয়াণ দিবস। ইনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা, যিনি ১৯৯৩ সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন। প্রথম উপন্যাস The Blueist Eye। এছাড়াও Beloved,  King Of Solomon  ইত্যাদি।

১৭৭৫ সালে আজকের দিনে ব্রিটিশের ফাঁসিকাঠে মহারাজ  নন্দকুমারের ফাঁসি হয়েছিল। ইনি ওয়ারেন হেস্টিংস-এর  চক্রান্তের শিকার হন।
🍂

আজ, ফরাসি কথাসাহিত্যিক  গী দ্য মোপাসাঁ- র  জন্মদিন। The Necklace, Two Friends, A woman's Life, Bel Amiইত্যাদি তাঁর সাহিত্য কর্ম।

আজ, চাঁদে অবতরণকারী প্রথম মানুষ  নীল আর্মস্ট্রং-এর জন্মদিন। ১৯৬৯ সালে এপোলো ১১ মহাকাশযান  চড়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন। 


মনীষী উবাচ :
মা হইয়া কোলের শিশুকে ভুলাইতে হয়, স্ত্রী হইয়া শিশুর বাপকে ভুলাইতে হয় — মেয়েদের এত ছলনার প্রয়োজন। (রবীন্দ্রনাথ  ঠাকুর)

Post a Comment

0 Comments