তড়িৎ ভট্টাচার্য-র দুটি কবিতা
দোলে মন দোলে
হারিয়ে যাওয়া দিনগুলি সব
কত দিনের কথা
আসে ফিরে বারে বারে
জাগায় মনে ব্যথা।
বেশ তো ছিলাম, বেশ ছিল সব
আমায় সবাই ঘিরে
আনন্দ আর খুশির মায়ায়
ছিলাম সদাই ভ'রে।
আজও তারা ভ'রে আছে
আমার মনের খাতা
হারিয়ে যাওয়া দিনগুলি সব
কত দিনের কথা।
মনে পড়ে দোলের দিনের
সেই যে মধুর স্মৃতি;
আজও আমার মনের মাঝে
জাগায় সদাই প্রীতি।
লজ্জা ভরা, মিষ্টি হাসি
কাজল কালো চোখে
আজও আমায় বারে বারে
শুধুই পিছু ডাকে।
কেমন করে ভুলবো সেসব
ভরা মনের পাতা,
হারিয়ে যাওয়া দিনগুলি সব
কতদিনের কথা।
🍂
স্মৃতি সুখে ভাসা
হঠাৎ হাওয়ায় ভেসে এলো
অনেক দিনের গান
শ্রাবণ সাঁঝে মনের মাঝে
দুলিয়ে দিলো প্রাণ,
ভাবনা আমার হারিয়ে গেল
বাদল মেঘে মেঘে
অনেক কথা, অনেক স্মৃতি
আছে গভীর জেগে।
সবাই আমায় ডাকে কাছে
কতই অভিমান
হঠাৎ হাওয়ায় ভেসে এলো
অনেক দিনের গান।
মায়ের স্নেহ বাবার আদর
দাদা দিদির ভালোবাসা,
সবাই মিলে ছিলাম তো বেশ
শুধুই সুখে ভাসা।
এরই মাঝে আর একজনের
মুখটি ওঠে ভেসে
যে ছিল মোর সাথে সদাই
হাতটি ধরে হেসে।
মোর জীবনে ছিল যে তার
ভালোবাসার দান,
হঠাৎ হাওয়ায় ভেসে এলো
0 Comments