এক .
দুচোখে লিখে রাখি
অগুন্তি ছায়াপথ
নির্জন স্তন ছুঁয়ে থাকা
দৈবিক বাতাস ৷
দুই.
মায়াময় বর্ষা রাতে
মনের গভীরে আঁকি মেঘ
পাখির চোখে পাহাড়ি ঘুম
অন্ধরাত ছুঁয়ে মিলিয়ে যায়
মনখারাপ ৷
🍂
তিন.
……. নিরিবিলি সন্ধ্যায়
মেঘ মুছলেই ছুঁয়ে ফেলি
আকাশ
তোকে লিখি,
এক ইশারায়
নদীর গভীরে ডুবে থাকা
অন্ধকার ৷
চার
বৌদ্ধিক স্বপ্ন ছুঁয়ে যাওয়া
প্রাণ,
লিখে রাখে কুমারী গান ৷
…………………
পর্ণমোচী গাছেরা
নিভৃতে শোনে
নিঝুম নদীর গান
কান পাতলেই
বুকের মাঝে
জড়ো হয় ক্ষত
1 Comments
একেবারে অন্য স্বাদের কবিতা। খুব ভালো লাগলো।
ReplyDelete