আজ, বিশ্ব মশা দিবস। ১৮৯৭ সালে আজকের দিনে চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন। মূলত তাঁর এই ভূমিকাকে স্মরণ করে আজকের দিনটি উৎসর্গীকৃত।
আজ, স্বনামধন্য বিজ্ঞান লেখক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মদিন। তিনি বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিদেরকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেছিলেন। জিজ্ঞাসা, জগৎকথা, বিচিত্র জগৎ ইত্যাদি তাঁর লেখা গ্রন্থ।
আজ, অজিতকুমার চক্রবর্তীর জন্মদিন।একসময় ইনি শান্তিনিকেতনের শিক্ষক ছিলেন। রবীন্দ্রনাথের লেখা ইংরেজিতে অনুবাদ করে ইনি ইউরোপবাসীর সাথে গুরুদেবের লেখার পরিচয় ঘটান।
🍂
আজ, ভারতের ষষ্ঠ ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। ১৯৯১ সালে ইনি মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন।
আজ, কথাসাহিত্যিক সরোজকুমার রায়চৌধুরীর জন্মদিন। কল্লোল যুগের এই লেখক কিছুকাল সুভাষচন্দ্রের প্রেরণায় আত্মশক্তি নামে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। কালোঘোড়া, মনের গহনে, দেহ-যমুনা, ময়ুরাক্ষী ইত্যাদি উপন্যাসে মানুষের অন্তর্জগৎ ও বহির্জগতের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে।
১৮০২ সালে আজকের দিনে লর্ড ওয়েলেসলি গঙ্গাসাগরে সন্তান বিসর্জন আইন করে বন্ধ করেছিলেন। এই কাজে তাঁকে সাহায্য করার ক্ষেত্রে উইলিয়াম কেরির অবদানও কম ছিল না।
আজ, বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পালের জন্মদিন। দৈনিক ইংলিশম্যান তাকে চিনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল।
মনীষী কথন :
0 Comments