আজকের দিন ( ১১ আগষ্ট) / রুম্পা প্রতিহার
আজ জাতীয় পুত্র ও কন্যা দিবস।(National Sons & Daughters Day)। আজকের দিনটি পিতামাতার সঙ্গে তাঁদের সন্তানদের একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ করে দেয়। দিনটি বাবা-মাকে তাদের সন্তানদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য উৎসর্গীকৃত।
আজ, সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত মিসেস কেনেডি ও তার কন্যার গাড়িতে বোমা ছোঁড়েন। দুজন নিরপরাধ মহিলাকে হত্যার অপরাধে ১৯০৮ সালে আজকের দিনে তাঁর ফাঁসি হয়েছিল।
আজ, বাঙালি পদার্থ বিজ্ঞানী চঞ্চলকুমার মজুমদারের জন্মদিন। ইনি কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর গবেষণার জন্য তিনটি প্রধান ভারতীয় বিজ্ঞান পরিষদ থেকে ফেলো নির্বাচিত হন। ১৯৭৬ খ্রিষ্টাব্দে ফিজিক্যাল সায়েন্স অবদান রাখার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারে সম্মানিত হন।
আজ, বাংলাদেশের লেখক হুমায়ুন আজাদ -এর প্রয়াণ দিবস। ইনি একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনৈতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক ছিলেন।
আজ, খ্যাতকীর্তি রবীন্দ্র গবেষক ও বিশিষ্ট সম্পাদক পুলিনবিহারী সেন- এর জন্মদিন। সমগ্র রবীন্দ্ররচনাবলী নির্মাণে তাঁর অবদান বাঙালি চিরকাল স্মরণ করবে।
১৯২২ সালে আজকের দিনে নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর প্রথম সংখ্যায় নজরুলের ‘ধূমকেতু’কবিতাটি প্রকাশিত হয়েছিল।
মনীষী উবাচ :
যে দেশ দুর্গতিগ্রস্ত সেখানে বিদ্যার বল কমিয়া গিয়া বিদ্যার কায়দাটাই বড়ো হইয়া ওঠে।(রবীন্দ্রনাথ ঠাকুর)
🍂
0 Comments