আজ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন। একজন বিশিষ্ট বাঙালি বেতার সম্প্রচারক।মহালয়ার প্রাতে আজও তাঁর বেতারের মহিষাসুরমর্দিনী পাঠ আমাদের ঘুম ভাঙায়।ইনি ভাল নাট্যকার ও নাট্যপরিচালকও ছিলেন।বিমল মিত্রের বিখ্যাত 'সাহেব বিবি গোলাম' মঞ্চস্থ করেছিলেন।
আজ, ভারতবাসীর প্রিয় গায়ক কিশোর কুমারের জন্মদিন। প্রকৃত নাম আভাস কুমার গাঙ্গুলি।তাঁর গানে জীবনের কোনো না কোনো সময় মুগ্ধ হননি এমন ভারতীয় শ্রোতা হয়তো খুবই কম আছে।
আজ, ৪৪তম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মদিন। জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আজ, উনিশ শতকের ইংরেজ রোমাণ্টিক কবি পার্সি বিশি শেলির জন্মদিন। তাঁর Ode to the West Wind,To The Skylark বিখ্যাত সব কবিতা।প্রতিভাবান সম্ভাবনাময়ীকবি মাত্র ৩০ বছর বয়সে ইতালি উপকূলে এক নৌকা দুর্ঘটনায় মারা যান।
আজ, মিলাভা মেরিখের প্রয়াণ দিবস। ইনি নোবেল বিজয়ী বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইনের সহকর্মী ও সহধর্মিণী ছিলেন।
মনীষী কথন :
জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যাইতে পারে। (এ. পি. জে. আবদুল কালাম)
🍂
0 Comments