জ্বলদর্চি

আ জ কে র দি ন (১৩ আগস্ট ২০২৫)/রুম্পা প্রতিহার


আজকের দিন (১৩ আগস্ট ২০২৫)

রুম্পা প্রতিহার 

 
আজ, সাহিত্যিক কৃষ্ণকমল ভট্টাচার্য -এর প্রয়াণ দিবস। দূরাকাঙ্ক্ষের বৃথাভ্রমণ ও বিচিত্রবীর্য  তাঁর  উল্লেখযোগ্য  গ্রন্থ।

আজ, শিশির কুমার মিত্রের প্রয়াণ দিবস। একজন বাঙালি পদার্থবিদ।ভারতে ইনিই প্রথম বেতার যোগাযোগ সম্পর্কিত গবেষণা শুরু করেন।

আজ, রমেশচন্দ্র  দত্তের জন্মদিন। বঙ্কিমচন্দ্রের  প্রেরণায় কলম ধরেন।মুঘল আমলের শতবর্ষের ইতিহাস  নিয়ে বঙ্গবিজেতা, মাধবীকঙ্কন,জীবনপ্রভাত ও জীবনসন্ধ্যা নামে চারটি ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন।

আজ, ইংরেজ চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের জন্মদিন। ইনি নির্বাক ও সবাক সব ধরণের চলচ্চিত্র  নির্মাণ করে সাফল্য পেয়েছিলেন।
🍂

আজ, টেলিভিশনের আবিস্কর্তা জন লগি বেয়ার্ডের জন্মদিন। এই ইঞ্জিনিয়ার স্কটল্যাণ্ডবাসী ছিলেন।

আজ, দ্যা লেডি উইথ দি ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রয়াণ দিবস।আধুনিক  নাসিং সেবার অগ্রদূত এই মহিলা নিজ কর্মের মাধ্যমে প্রমাণ করেছিলেন নাসিং, পেশার চেয়ে বড় সেবা।

আজ, এইচ জি ওয়েলস - এর প্রয়াণ দিবস। পুরো নাম  হারবার্ট জর্জ ওয়েলস। মূলত কল্পবিজ্ঞান রচয়িতা।The Time Machine, The Invisible Man,The First  Men in the Moon,The War of the Worlds ইত্যাদি তাঁর লেখা গ্রন্থ।

আজ, ভারতীয়  উপমহাদেশের মুক্তিযোদ্ধা ও বিপ্লবী ফুলরেণু গুহর জন্মদিন। ইনি যুগান্তর দলের সদস্য ছিলেন। অসহযোগ আন্দোলন  যোগদান থেকে শুরু  করে  ১৯৪১ - ৪২ সালে দুর্ভিক্ষ পীড়িত  মানুষের  পাশে দাঁড়িয়েছিলেন।

আজ, কিউবার রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল কাস্ত্রোর জন্মদিন।

মনীষী উবাচ :
স্ত্রীর সঙ্গে স্বামীর স্বভাবের অমিল থাকলেই মিল ভালো হয়, শুকনো  মাটির  সঙ্গে জলধারার মতো।(রবীন্দ্রনাথ  ঠাকুর)


Post a Comment

0 Comments