জ্বলদর্চি

আজকের দিন (১২ আগষ্ট) / রুম্পা প্রতিহার


আজকের দিন (১২ আগষ্ট) / রুম্পা প্রতিহার


আজ, আন্তর্জাতিক যুব দিবস। জাতিসংঘ কর্তৃক মনোনীত একটি বিশ্ব সচেতনতা দিবস। বিশ্বের যুব সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য ও তাদের সমস্যাকে তুলে ধরার জন্য আজকের দিনটি উদযাপিত হয়।

আজ, সাহিত্যিক ও  সঙ্গীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানীর প্রয়াণ দিবস। তিনি ভাল অনুবাদক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা, গল্প ও প্রবন্ধ সহ জাপানযাত্রীর ডায়রী ইত্যাদি তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন।
🍂

আজ, বহুভাষাবিদ  বাঙালি হরিনাথ দে-র জন্মদিন। স্বল্পায়ু এই ব্যক্তি  ইবনবতুতার ভারত ভ্রমণ বৃত্তান্ত 'রেহালা',বঙ্কিমচন্দ্রের  'কৃষ্ণকান্তের উইল','মুচিরাম গুড়ের জীবনচরিত' অমৃতলাল বসুর 'বাবু' ইত্যাদি  নানা গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদ করেন।

কথিত আছে, ১৬০২ সালে আজকের দিনে আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল  নিহত হন। ইতিহাস থেকে জানা যায় , ইনি যুবরাজ সেলিমের (সমাট জাহাঙ্গীর) সিংহাসনে  আরোহণের বিরোধী ছিলেন।পরে তাঁর কাটা মুণ্ড সেলিমকে পাঠানো হয়। 

আজ, রোমান্টিক যুগের ইংরেজ কবি ও চিত্রশিল্পী উইলিয়াম ব্লেইকের প্রয়াণ দিবস। খেয়ালী মেজাজ ও অনন্য দৃষ্টিভঙ্গীর কারণে জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি  পাননি। কিন্ত পরবর্তী কালে তাঁর সৃষ্টির প্রকাশভঙ্গি ও সৃজনশীলতায় মানুষ  মুগ্ধ হয়েছেন।

আজ, বাংলাদেশের কবি ও সংগীতশিল্পী মতিউর রহমান মল্লিকের প্রয়াণ দিবস।সবুজ  জমিনের কবি নামেও পরিচিত।

আজ, রেলগাড়ির রূপকার জর্জ স্টিফেনসনের প্রয়াণ দিবস। জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে ও টাকা ধার করে নিজের ডিজাইন করা  ইঞ্জিন নিজের কারখানায় গড়ে রেলগাড়ির প্রথম পরীক্ষা  করেছিলেন। 

মনীষী কথন :
ইচ্ছাই ঈশ্বরের ঐশ্বর্য, সমস্ত সৃষ্টির গোড়াকার কথাটা ইচ্ছা। (রবীন্দ্রনাথ ঠাকুর)

Post a Comment

0 Comments