জ্বলদর্চি

কবিতা গুচ্ছ /উত্তীয় ভট্টাচার্য

কবিতা গুচ্ছ

উত্তীয় ভট্টাচার্য
  
ঘুম নেই
.
আমার ঘর,আর দেওয়াল,
এই আমার পৃথিবী,
' দুই পৃথিবী '।
স্বপ্নের বিছানার আর থমকে
   যাওয়া জীবনের একটুকরো ছবির ক্যানভাস।
সকালের প্রতিকী ছবির কথা
' ঘুম নেই '।


নিঃশব্দ

পুরনো ঝাড়বাতির ফোঁকর,
আর জমে থাকা ঝুলের শেষ অংশ।
ওপর থেকে খসে পড়া রং।
নেই বাইজিদের নূপুরের সেই আওয়াজ,
        ছবিতে আঁকা রং,আর নেই।
         শুধু দূরে শোনা যায়,
' জমিদারের  বাড়ির ঘণ্টার আওয়াজ '।


কাটা কুটি খেলা

এক দান চাল,
আর এক দান এগানো।
পিছিয়ে যাওয়া জীবনের রাস্তা,
জানা নেই।
আছে শুধু ভয়,আর ভয়।
' কাটা কুটি হবেই,
কবে শুধু জানি না '।


ক্যামেরা
 
কি নেই,সবই আছে,
আলো,মেকআপ,সম্পাদনা,
আছে শিল্প,আছে অভিনেতা,
আছে পরিচালক।
নেই শুধু অভিনয়।


রংতুলি

রং তুলি আর রং মেশানোর প্যালেট।
নতুন কিছু একটা রং আসবেই।
সেই রং দিয়েই আবার একটা নতুন মুখ হবে।
হয়ত বা নতুন,কিছু
হয়ত বা নতুন,কোনো
হয়ত বা নতুন, কোনোকিছু।


সেল ফোন 

১ থেকে ৯,আর তার পর ০,
আরও অনেক কিছু আছে,
মুখস্থ করা নম্বর গুলো, আছে 
আছে ইন্টারনেট,
আছে ব্যাটারি,
ব্যাংক,আপিস ও আছে,
নেই শুধু কাছের মানুষ।


মাছের আঁশ

ওটা একটা মাটির তৈরি মাছ,
আর ওর গায়ে লেগে থাকা,
ওই আঁশ গুলো সব নকল।
আর ওর গায়ে লেগে থাকা রং গুলো সব নকল।
হাত দুটো দিয়ো না,
রং লেগে যাবে।

 
পদবি 

আমার পদবি আমার পরিচয়।
আমার পরিচয় আমার পদবি।
কিন্ত যার নেই,যে জানে না ;
তার কি?


 চৌরঙ্গী ক্লাব

এখন সাতটা বাজে,
সন্ধ্যা সাতটা।
বিক্লাব হাউসের  গন্ধ,
সেন্ট এর গন্ধ,
মদের জোয়ারের গন্ধ,
আর এখন জোয়ার ভাটা 
আর এর পর ভূমিকম্প।


 ১/১  মিত্র কলোনি 

এটা মিত্র কলোনি,
মধ্যযুগীয় জীবশ্বের মাঝে,
সভ্যতার এক নতুন চেহারা।
ঝা চকচকে মুখগুলোর মাঝে
কেউ লুকিয়ে রেখেছে রাগ,
কেউ বা লুকিয়ে রেখেছ রূপ
আর কেউ বা লুকিয়ে রেখেছ 
' নিজেকে '।
এটাই আধুনিকতা।

🍂

Post a Comment

2 Comments

  1. কমলিকা ভট্টাচার্যAugust 06, 2025

    বাহ! বাহ! বাহ!

    ReplyDelete
  2. ভাস্কর সেনAugust 06, 2025

    উত্তীয় ভালো লেখেন।

    ReplyDelete