আজকের দিন (১০ আগষ্ট)
রুম্পা প্রতিহার
আজ,জাতীয় অলস দিবস।( National Lazy Day)। প্রতিদিন অলস হতে উৎসাহিত নয়, বছরে অন্তত একটা দিন দরকার —যেদিন আমাদের থামার প্রয়োজন, মাথা পরিষ্কারের প্রয়োজন, আমাদের শরীরকে ও মনকে পুনরায় নতুন করে পূরণ করার সুযোগ করে দেওয়ার প্রয়োজন। সেই জন্য আজকের দিনের উদযাপন।
১৬৭৫ সালে আজকের দিনে ইংল্যান্ডের লন্ডনে রয়্যাল গ্রিনিচ অবজারভেটরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এর মধ্য দিয়েই মূল মধ্যরেখা চলে গেছে। যা গ্রীনিচ মীন টাইম নির্দেশিত করে।
আজ, ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের জন্মদিন। ইনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রথিতযশা পণ্ডিত ছিলেন।
মনীষী উবাচ :
দিনের আলোককে আমরা কাজের প্রয়োজনের চেয়ে আরো বড়ো করিয়া দেখিতে পারি, সে হইতেছে জাগার প্রয়োজন। (রবীন্দ্রনাথ ঠাকুর)
🍂
0 Comments