আজকের দিন (৮আগষ্ট) / রুম্পা প্রতিহার
১৯০৮ সালে আজকের দিনে রাইট ব্রাদার্স প্রথমবারের জন্য প্রকাশ্যে তাদের উড়ন্ত মেশিনটি প্রদর্শন করে।
১৯৪২ সালে আজকের দিনে মহাত্মা গান্ধী বোম্বাই -এ ভারত ছাড় আন্দোলন শুরু করেন। ইতিহাসে এই আন্দোলন আগষ্ট আন্দোলন নামেও পরিচিত।
১৯৮১ সালে আজকের দিনে বিখ্যাত প্রাক্তন সুইস টেনিস প্লেয়ার রজার ফেদেরার- এর জন্ম হয়।
মনীষী উবাচ :
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারিধার
হৃদয়প্রান্তে হে জীবননাথ,
শান্ত চরণে এসো।।(রবীন্দ্রনাথ ঠাকুর)
🍂
0 Comments