প্রেমকাব্য
৬৪ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি
তোমার ভালোবাসার স্বাদটুকু পেলে আর কিছু পাওয়ার ইচ্ছে জাগে না, সাধ হয় না, তোমার ভালোবাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই। তোমার ভালোবাসায় এমন কিছু তৃপ্তি পাওয়া যায়, যা অন্য কিছুতে মেলে না, তাই তোমার ভালোবাসার দিকেই পথ চেয়ে বসে থাকি, তোমারই ভালোবাসার মূর্তি গড়ি। তোমার ভালোবাসায় এমন এক আশ্চর্য মাদকতা তার স্বাদ একবার পাওয়ামাত্রই হৃদয়ের গহনপ্রদেশে চিরকালের মতো জায়গা করে নিয়েছে, অন্য কিছু তাই আমার আর নেশা জাগাতে পারেনা। তোমার সুন্দর ভালোবাসার জন্য মন আমার তোমার ভালোবাসাকেই পেতে চায়, ইচ্ছে করে এই ভালোবাসাকে বুকের মধ্যে নিবিড় করে আঁকড়ে থাকি, তোমার ভালোবাসার সাগরে ভাসতে ভাসতে তোমারই ভালোবাসার গান বাঁধি, আর সেই গান কন্ঠে ভরে পাগল হয়ে যাই, তোমার ভালোবাসার সাথে আমার ভালোবাসাকে অচ্ছেদ্য বন্ধনে এমনভাবে আটকে ফেলি যাতে তুমি আমার থেকে পালাতে না পারো ।
তোমার রূপসাগরে ডুব দেব বলে কতই না স্বপ্ন ছিল আমার দু’চোখের তারায়, কতই না ইচ্ছে ছিল হৃদয়ের তলে – কিন্তু ডুব দেওয়া আর হল না, তুমি ডুবতে দিলে না, নি:সীম ব্যথা বুকে আমাকে ফিরে আসতে হল। আমি জানতাম একটিবার অন্তত তুমি তোমার রূপের সাগরে ভাসতে দেবে, আমাকে তোমার করে নিয়ে তোমার যা কিছু আমাকে একটিবার হলেও তুলে দেবে, অনির্বচনীয় আনন্দের রাজ্যে পৌঁছে দেবে, আমাকে শোনাবে তোমার অন্তরের গান – কিন্তু তা সবই বৃথা গেল, তোমার অলৌকিক রূপ-মাধুর্যের স্বাদ আর নেওয়া গেল না। অথচ তুমি কত কাছেই ছিলে, একেবারে হাতের নাগালের মধ্যে–তোমাকে কাছে পেয়েও আমার আর সেভাবে পাওয়া হল না। চেয়ে চেয়ে শুধু দেখলাম আমার ভালোবাসা আমাকে ধরা না দিয়ে অচিন পাখির মতো ফিরে যাচ্ছে আমার থেকে দূরে।
আমার যা কিছু সবই তা তোমাকে দিতেই পারতাম-দিতে পারিনি-তুমি নিলে না বলে, তুমি নিতে অপারগ হলে বলে, তুমি নিতে আগ্রহী হলে না বলে, তুমি নিতে অক্ষম হলে বলে। আমি মনে-প্রাণে প্রস্তুত ছিলাম আমার আমিকে আমি তোমার হাতেই তুলে দেব, আমার যা প্রেম সবই তা তোমার মনের ঘরেই জমা রাখব-কিন্তু তা আর হল না-হল না এই কারণে-তুমি ভালোবেসেনিতে পারলে না, আবুঝের মতো ফিরিয়ে দিলে আমাকে, বুঝিয়ে দিলে তোমার প্রেমের ঘর একেবারেই দেউলিয়া হয়ে গেছে। আমার যা কিছু তোমাকে দেবার জন্যই প্রস্তুত ছিলাম, তোমাকে নিবিড় করে তুলে দেবার জন্যই স্বপ্ন এঁকেছিলাম, কিন্তু সে স্বপ্ন তোমাকে দিতে পারলাম না-সে স্বপ্ন কেনার মতো আমীর তুমি হতে পারলে না।
মাঝ দুপুরে হঠাত্ বৃষ্টি। আকাশ আকুল। ছায়াচ্ছন্ন পৃথিবী। জানলা বেয়ে বয়ে এল উতল হাওয়া। নব আনন্দে মুখর হল সবুজ গাছপালাগুলি। এক বৃষ্টিভেজা মায়াবী দুপুর! এই মিষ্টি বেলায় আমার মন খুঁজছিল তোমাকে, ইচ্ছে হল তোমাকে নিয়ে হারিয়ে যেতে-ভেসে যেতে, বড়ো সাধ জাগল হৃদয়ের নিভৃতে তোমাকে রেখে আমার সব ভালোবাসা তোমাকে বিলিয়ে দিই। আমার ইচ্ছেকুঁড়ি সহসা পাপড়ি মেলে দিল অনাস্বাদিতপূর্ব এক ভালোলাগায়। তুমি এলে, মেঘের কাজল মেখে এসে দাঁড়ালে আমার ভালোবাসার দুয়ারে। তোমার মধুর পরশ আমাকে মাতাল করে দিল, তোমার রাঙা দুটি ওষ্ঠে ছিল কত না চাওয়ার আকুতি, এক মিষ্টি প্রেমের আবেদন। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি আর আমি ভিজছি তোমার ভালোবাসার বৃষ্টিতে।
আমার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে তুমি যখন আসো কাছে – আমার হৃদয় তখন আপনা থেকেই পাগল হয়ে যায়। তুমি সযতনে পেতে দাও তোমার শাড়ির আঁচল – আমি নিশ্চিন্তে সেখানে আশ্রয় নিই, তুমি বাড়িয়ে দাও তোমার কুসুম-কোমল হাত – আমি সেই হাতে আমার হাত রাখি, তুমি এগিয়ে দাও তোমার গোলাপ-রঙিন ঠোঁট – আমি সেই ঠোঁটে পরম তৃপ্তিতে এঁকে দিই আমার ভালোবাসার গভীর চুম্বন। আমি বুঝি আমাকে খুশি করায় তুমি আনন্দ পাও, তোমার সেই আনন্দ আমাকে আপ্লুত করে, আমাকে বিমোহিত করে-আমি তখন আরো গভীর ভালোবাসায় তোমাকে বেঁধে ফেলি –যে ভালোবাসার টান হাজার চেষ্টা করেও ছিঁড়ে ফেলতে পারো না, শেষমেষ তুমিও একসময় পাগল হয়ে যাও।
🍂
64th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
When I get a taste of your love, I don't want to get anything else, I don't get it, I leave your love and go somewhere else. There is some contentment in your love that does not match anything else, so I look for the path towards your love, I am the idol of your love. Such a wonderful intoxication in your love, as soon as you taste it, has taken a place in the depths of your heart forever, something else can no longer make me intoxicated. My heart longs for your beautiful love, I want to hold this love tightly in my chest, I float in the sea of your love, I sing your love song, and I go crazy with that song, I bind my love in such an inseparable bond with your love. So you can't run away from me
No matter how much I dreamed of sinking in your ocean of beauty, no matter how much I wanted to sink to the bottom of my heart - but the sinking didn't happen anymore, you didn't let me drown, I had to come back with endless pain in my chest. I knew at least once you would let me float in the sea of your form, take me with you and give me everything you have at once, take me to the state of indescribable joy, listen to the song of your heart - but it was all in vain, tasting your miraculous beauty Didn't go. But how close you were, absolutely out of reach - even though I was close to you, I was not found that way anymore. I just saw that my love is going back away from me like an unknown bird without catching me.
I could give you everything I had I couldn't give it-they say you don't take it, you say you can't afford it, you don't want to take it, you say you can't. I was ready in my heart and soul, I will give my hand to you, I will keep all my love in the house of your mind - but it did not happen - not because of this - you could not fall in love, give me back like Abuja, explain to you The house of love has gone bankrupt. I dreamed of giving you everything I was ready to give you, but I couldn't give you that dream - you couldn't be as rich as buying that dream.
Sudden rain in the middle of the afternoon. The sky is the limit. Shady world. The wind blew through the window. The green plants are full of new joy. A rainy magical afternoon! In this sweet time, my mind was looking for you, I wanted to get lost with you, I left you in the privacy of my big heart and gave you all my love. My wish suddenly matched the petals to an unappetizing love. When you came, you stood at the door of my love in the clouds. Your sweet kiss made me drunk, your red lips were full of longing, a longing for sweet love. Outside, it was raining profusely and I was drenched in the rain of your love.
When you come close to responding to my call for love - my heart goes crazy by itself. You carefully let me get the hem of your sari - I take refuge there in peace, You extend your tender-soft hand - I put my hand in that hand, You put your rose-colored lips forward - I draw on that lip with absolute satisfaction My deep kiss of love . I understand that you get pleasure by making me happy, that joy of yours infuses me, fascinates me - I then bind you in deeper love - the pull of love that you can't tear even after trying a thousand times, in the end you also go crazy at some point.
0 Comments