প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
খুব কাছে থেকে তোমাকে দেখার ইচ্ছা যেমন জাগে তেমনই সাধ জাগে তোমাকে আপন করে কাছে পাবার, মনে হয় তোমাকে নদীর মতো করে জড়িয়ে ধরে রাখি, আর তোমার দুরন্ত স্রোতে সাঁতার কাটি। আসলে তুমি তো নদী ছাড়া আমার কাছে আর কিছু নও, তোমার বুকের ছলাত্ ছলাত্ ঢেউ কীভাবে আমাকে মাতাল করে, দুর্নিবার আকর্ষণে টানতে থাকে তুমি তার টেরই পাও না। তুমি ডাকো কাছে-কিন্তু কাছে গেলেই আবার দূরে ঠেলে দাও-আমার মনের খবর তুমি আর নাও-ই না। তোমাকে কাছে পেয়েও আমি মরি তীব্র দহন জ্বালায় - নিবিড় করে তোমাকে পাওয়া আর হয়ে ওঠে না।
আমার সৃষ্টি জলে ভেসে যাক, আমার সৃষ্টি আগুনে পুড়ে যাক, হৃদয় আমার তীব্র দহনে হোক ছারখার, অন্তর পুড়ে খাক হোক; হোক – তাতে তোমার কী? তুমি তো আমার কেউ নও। আমার প্রেম কেঁদে কেঁদে ফিরুক, আমার ভালোবাসা মাথা কুটে কুটে মরুক, হাহাকার করে ফিরুক আমার হৃদয়ের যত গান; কাঁদুক-মরুক-জ্বলুক-যা খুশি হোক তাতে তোমার কী? তুমি তো আমার কেউ নও। আমার বুকের স্বপ্ন যত মুকুলেই ঝরে যাক, আমার সব সাধ-আহ্লাদ-ইচ্ছা-অনিচ্ছা সব ডুকরে ডুকরে কাঁদুক-সব শূন্যে মিলিয়ে যাক, যাক সব শেষ হয়ে যাক, মুছে যাক চিরদিনের তরে; শেষ হোক-যাই হোক – হোক তাতে তোমার কী? তুমি তো আমার কেউ নও।
খাঁটি সোনার মতো নিখাদ তোমার ভালোবাসা, তাই তোমার ছোঁয়া পেলে আমি দীপ্ত হই, উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে উঠি, আমার হৃদয়ের আঙিনা ঝলমল করতে থাকে সকালের রাঙা আলোর মতো। তোমার ভালোবাসা এতটাই সুন্দর, এতটাই মধুর তার স্পর্শ পেলে আমার বুকের ভিতর পাহাড়ি ঝরণার ঢেউ ছোটে, অশান্ত-দামাল হয়ে উঠে আমার ইচ্ছেগুলো। আপনা থেকেই আমার মন প্রজাপতির মতো ডানা মেলে দেয় নির্মল আনন্দে, ফুলে বসা অলির মতো গুণগুণ করে গেয়ে উঠে মাতাল করা হাজারো গানে, তোমার খাঁটি ভালোবাসার কাছে আমি নির্দ্ধিধায় হার মেনে যাই।
কোনো কোনো দিন দেখি তুমি আমার কাছে আমার মতো করেই নিজেকে মেলে ধরো, আমি ঠিক যেমনটি চাই তেমনিভাবেই আমার কাছে আসো, আমার ডাকে সাড়া দাও। ভাবি – এইভাবেই যদি তোমাকে আমি প্রতিটাক্ষণ পেতাম কী মজাটাই না হোত, কী ভালোই না লাগত। কিন্তু সবসময় তোমাকে আমার মনের মতো করে পাওয়া হয়ে ওঠে না, তুমি আসো না আমার কাছে। যেদিন আসো, সেদিনই কতকিছু যে আমাকে দিয়ে যাও, তার হিসেব করা যায় না, আমার চাওয়ার চাইতেও অনেক বেশি কিছু দিয়ে যাও, আমার হৃদয়কে কত না খুশির রঙে রাঙিয়ে যাও-আমি আশ্চর্য হয়ে যাই তোমার এই ভালোবাসা দেখে। আর এই পাওয়ায় ভুলে যাই না পাওয়ার যত গ্লানি, যত দু:খ ব্যথা।
তোমাকে নিয়ে লিখেছি-কেন জানিনা মনে হয় এখনো বুঝি কিছুই লেখা হয়নি তোমাকে নিয়ে, কিছু লেখা লিখেছি হয়তো, কিন্তু বাকি থেকে গেছে বেশির ভাগটাই। জানি না কবে এখনো সেসব লেখা লিখব আমি। আসলে তোমাকে আমি যত দেখি ততই তোমাকে নতুন লাগে, তোমার সৌন্দর্যকে আরো সুন্দর মনে হয়-অন্তর বলে এই সুন্দরের মাধুর্যকে এখনো তো তুলে ধরা হয়নি, আমি তখনই নতুন ভাবনায় ভাবিত হই তোমাকে নিয়ে লিখতে বসে পড়ি, একটার পর আবার আর একটা ভাবনা এসে পড়ে-তুমি আমার হৃদয় মন্দিরে প্রতিমার মতো উপস্থিত হও, আর আমি সেই পূজারি-কবিতার ফুল নিয়ে তোমাকে পুষ্পাঞ্জলি দিই- এই পুষ্পাঞ্জলি দেওয়া আমার শেষ হয়না। নিজের অজান্তেই তোমার ভালোবাসা এসে কখন যেন আমার হাত ধরে।
আকাশ কালো করে মেঘ এল। অনেক দিন পর। কিন্তু বৃষ্টি কোথায়? এক ফোঁটা বৃষ্টিরও দেখা মিলল না। দমকা বাতাস ফালা ফালা করে মেঘকে কোথায় যে ভাসিয়ে নিয়ে চলে গেল তার আর কিছুই বোঝা গেল না। মেঘকে দেখে ধরে রাখতে পারিনি আমার হৃদয়ের আবেগ, ছুটে গিয়েছিলাম খোলা মাঠে, কতদিনের শখ বৃষ্টিতে ইচ্ছেমতন ভিজব – তা আর হল না। মুখ ফিরিয়ে চলে গেল বৃষ্টি। বুকের ভিতর যে তাপ তা থেকেই গেল, মনের জ্বলুনি একটুকুও কমল না,-কমলনা প্রাণের অস্বস্তি, শীতল হল না খরায় পুড়ে যাওয়া আমার চোখ। ও মেঘ – তুমি আসবে আবার কবে? সঙ্গে নিয়ে আসবে তোমার বৃষ্টিকে, আমি যে অনেক করে সেই বৃষ্টির সাথে ভিজতে চাই।
তুমি এলে - আমার হৃদয়টতে খেলা করে গেল নীল সাগরের ঢেউ। তার সে ঢেউয়ের দোলা আমাকে ভাসিয়ে নিয়ে গেল এক অত্যাশ্চর্য ভালোলাগার দেশে, নিজের অজান্তেই কখন যেন আমি হারিয়ে গেলাম। বহুকাল পর আমার দুচোখ আনন্দে পাগলপারা হল, ইচ্ছে হল নিভৃতে-একান্তে বসে ওই নীল সাগরের ঢেউ আমি গুনি, সব কাজ পড়ে থাক- শুধু তোমার ঢেউয়ের দোলায় আমি দুলতে থাকি, নাচতে থাকি। তোমার বুকের গভীরে লুকিয়ে আছে যে মুক্তোরাশি তাকে আমি একটি একটি কুড়োই আর মালা গাঁথতে থাকি, আর আমার প্রহর কেটে যাক তোমার সাথে ভালোবাসার কথা বলতে বলতে। তোমার ঢেউ তো আর শুধু ঢেউ নয় – এ তো গান। ভালোবাসার গান।
🍂
67th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
The desire to see you from so close awakens the desire to get close to you, I feel like I am holding you like a river, and I am swimming in your strong current. In fact, you are nothing to me but the river, how the waves in your chest make me drunk, you continue to pull the irresistible attraction, you do not feel it. You call near - but when you get close, push it away again - you don't take the news of my mind anymore. Even after getting close to you, I am burning with intense burning - I can't find you anymore.
Let my creation float in the water, let my creation burn in the fire, let my heart burn with intense burning, let my heart burn with ashes; Anyway - what's up with you? You are not one of me. Let my love weep, let my love die, let my heart weep; Kanduk-maruk-jbluk-whatever is happy
What do you have in it? You are not one of me. Let all the dreams of my heart fall, let all my pleasures, all my desires, all my desires, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows, all my sorrows.
In the end, whatever it is, what do you have in it? You are not one of me.
Your love is as pure as pure gold, so when I touch you, I shine, I am illuminated by the bright light, the courtyard of my heart shines like the red light of the morning. Your love is so beautiful, so sweet, when I touch it, the waves of the mountain spring inside my chest are small, turbulent
Became my desires. By itself, my mind flutters its wings like a butterfly in pure joy, like a flower sitting on a flower, singing thousands of drunken songs, I surrender to your pure love without hesitation.
Some days I see you match me like me, come to me exactly as I want, respond to my call. I thought - if I could find you like this every moment, it wouldn't be fun, it wouldn't feel good. But you don't always get what I want, you don't come to me. The day you come, the day you give me something that can't be counted, go beyond what I want, paint my heart with happy colors-I
I am amazed to see this love of yours. And in this, I can't forget the pain, the pain.
I wrote about you - I don't know why, I think I don't understand yet, nothing has been written about you, maybe I have written something, but most of the rest is left. I don't know when I will still write those articles. In fact, the more I see you, the more you feel new, the more beautiful your beauty feels - the beauty of this beautiful heart.
Not yet highlighted, I just sat down to write a new thought about you, one thought after another came up - you appear like an idol in the temple of my heart, and I give you a wreath with that priest-poem flower - this wreath Giving is not the end of me. When your love comes without knowing it, hold my hand.
The sky turned black and clouds came. After many days. But where is the rain? Not a drop of rain was seen. It was not clear where the gusts of wind blew the clouds away. I couldn't hold my heart when I saw the clouds, I ran to the open field, I was soaking in the rain for a long time - it didn't happen anymore. The rain turned away. The heat inside my chest was gone, the burning of my mind was not a lot of lotus, the discomfort of the lotus soul, the cold is not my eyes burning in the drought. O cloud - when will you come again?
Bring along your rain, I want to get wet with that rain a lot.
When you came - the waves of the blue sea played in my heart. The sway of that wave swept me to a land of wonderful love, when I was lost without knowing it. After a long time, my two eyes went crazy with joy, I wanted to sit in solitude - I count the waves of that blue sea, all the work is left - only in the swing of your waves I keep swaying, I keep dancing. Hidden in the depths of your bosom is that pearl, I will make her a necklace and a garland, and let me break my watch to love you.
0 Comments