জ্বলদর্চি

প্রেমকাব্য-৬৬ তম পর্ব/মঙ্গলপ্রসাদ মাইতি

প্রেমকাব্য
৬৬ তম পর্ব

মঙ্গলপ্রসাদ মাইতি

       
   যখনই তুমি আসো তখনই তুমি এমন কিছু দিয়ে যাও, যা আমাকে দারুণভাবে আপ্লুত করে, ভাসিয়ে নিয়ে যায় গভীর আনন্দের স্রোতে-বুকের মাঝে অনুভব করি তীব্র ভালোলাগার ঢেউ, আমার সারা ভুবনজুড়ে বসে যায় রঙের মেলা, হৃদয় তৃপ্ত হয়, দু’চোখে মুগ্ধতার বান ডেকে যায়। তুমি এলে তো একা আসোনা, সঙ্গে নিয়ে আসো তোমার প্রেম, তোমার প্রাণের ভালোবাসা-যার ছোঁয়াতে আমি পরশমণির সন্ধান পাই, ফুলের সুবাস ঘ্রাণে এসে লাগে। তুমি কাছে আছো ভাবলেই আমার সব ব্যথা যায় চলে, বুকের গভীরে মন্দিরা বাজে হাজার গানের সুরে, মনের বাগানে রঙ-বেরঙের ফুল ফোটে – লুটিয়ে পড়ে তার সুগন্ধ, মনে হয় আর বুঝি কোনো কষ্টই নেই আমার। তুমি কাছে আছো ভাবলেই আমার চোখের যত স্বপ্ন যেন কথা বলতে শুরু করে, প্রাণের যত ভাষা একযোগে কলরব করতে থাকে, তারা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে যেতে চায়-অনন্ত আকাশে, আমি অনুভব করি সুখের যাবতীয় পরশ, আমার হৃদয় উল্লাসে ফেটে পড়ে। তুমি কাছে আছো ভাবলেই আমার ভুবন সুন্দরের ছোঁয়া নিয়ে আশ্চর্যরকমভাবে রমণীয় হয়ে উঠে। তুমি কাছে থাকলেই মনে হয় আলোয় ঝলমল করছে আমার সারা পৃথিবী, গভীর অন্ধকারেও আমি ঠিক পথ খুঁজে নিতে পারছি। তুমি কাছে থাকলেই মনে হয় ঠিক আমার সামনে খেলা করছে এক নদী-তিরতির করে বয়ে চলেছে তার জল, ইচ্ছে হলেই তার সে শীতল জলে আমি সহজেই অবগাহন করে নিতে পারি। তুমি কাছে থাকলেই মনে হয় আর তো আকাশের দিকে তাকিয়ে চাঁদের হাসি দেখার প্রয়োজন নেই, এইতো আমার অতি কাছেই চাঁদ একটা হাসছে-যার স্নিগ্ধতা আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তুমি কাছে থাকলেই আমার বাগানে ফুল ফোটে, মনে হয়-একসঙ্গে শত শত গোলাপ পাপড়ি মেলে উতল হাওয়ায় সুবাস ছড়িয়ে দিচ্ছে। 
   কালো আঁধারের বুকে জোনাকির ঝিলমিল হাসি – দেখে চোখ জুড়িয়ে গেল, বুকের গভীরে নিয়ে এল ভালোলাগার এক অদ্ভুত মাদকতা। তোমার কালোর মধ্যেও সেরকমই সুন্দর এক রূপ-মাধুর্য আছে-যা জোনাকির আলোর মতোই দ্যুতি ছড়ায়, অপার রহস্য নিয়ে হাতছানি দিয়ে কাছে ডাকে, দুরন্ত এক প্রেমের নেশায় আমি সেই ডাকে ছুটে যাই, আমার বড়ো সাধ জাগে ঐখানে ফেলতে আমার ভালোবাসার নোঙর। আসলে তোমার কালো তো কালো নয়, ওটা আলোরই এক দীপ্ত ছটা-যে ছটা আমাকে ভালোবাসামুখী করে, আমাকে খাঁটি এক প্রেমিক মনের মানুষ তৈরি করে-তোমার কালোর প্রতি তাইতো এত লোভ আমার, তোমার কালোকে ছুঁতে আমার এত নিরন্তর সাধনা।
   তোমার বুকের কালো মাটিতে রোপণ করা চন্দ্রমল্লিকা আজ ফলে-ফুলে সুসজ্জিত, চতুর্পাশে রঙবাহারি পাপড়ি মেলে সত্যিই সে অদ্বিতীয়া, একবার দেখলে বারবার হৃদয় সেখানে অলৌকিক টানে এগিয়ে যেতে চায়। তোমার ওই চন্দ্রমল্লিকার মহিমময় রূপ, অনবদ্য সৌন্দর্য মালা আমাকে যেন পাগল করে দেয়, আমি তাই ছুটে যাই ঐখানে, প্রাণের আবেগ নিয়ে অবলোকন করি ওখানকার লাবণ্যসুধাকে, সাধ হয় মন ভরে মিটিয়ে নিই দু’চোখের তৃষ্ণাকে। তোমার ওই চন্দ্রমল্লিকার অনুপম রূপ-লালিমা চাঁদের স্নিগ্ধসুধাকেও বুঝি অবলীলায় হার মানিয়ে দেয়, যেন সব সৌন্দর্যকে ছাপিয়ে সে একাই হয়ে উঠেছে সকলের সেরা আর আমার ভালোবাসা সেখানেই হয়ে গেছে বন্দি। 
🍂

  66th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

    Whenever you come, you go through something that overwhelms me, carries me away in the current of deep joy, I feel a wave of love in my chest, a fair of colors sits all over my world, my heart is satisfied, my eyes are full of fascination.  .  When you come, don't come alone, bring with you your love, the love of your soul - in whose touch I find Parashamani, the fragrance of flowers comes.  All my pain goes away when I think you are near me, the temples in the depths of my chest go to the tune of thousands of songs, the colorful flowers bloom in the garden of my mind - its fragrance is lost, I think and I have no trouble understanding.  As soon as I think you are near, as many dreams of my eyes begin to speak, as many languages of the soul begin to murmur at once, they want to fly with wings like free birds - in the eternal sky, I feel all the pleasures of happiness, my heart bursts with joy.  My world becomes amazingly beautiful with the touch of beauty whenever I think you are near.  As soon as you are near, it seems that my whole world is shining in the light, I can find the right path even in the deep darkness.  As soon as you are near, it seems that a river is playing in front of me, its water is flowing, if I want, I can easily bathe in its cool water.  It seems that when you are near, there is no need to look at the sky and see the smile of the moon, this is the smile of the moon very close to me - the softness of which is touching me.  As soon as you are near, flowers are blooming in my garden, it seems that hundreds of rose petals are matching at once and spreading fragrance in the breeze.
    The firefly's shimmering smile on the chest of the black darkness - seeing the eyes closed, brought a strange intoxication of love deep in the chest.  There is such a beautiful form-sweetness in your blackness too যা which shines like the light of a firefly, calls to you with its hands clasped with infinite mystery, in the intoxication of a great love I run to that call, the anchor of my love to wake up my great desire.  In fact, your black is not black, it is a radiant glow of light - the glow that makes me love, makes me a genuinely loving person -
 That is why I am so greedy for your black, my constant pursuit to touch your black.
 The chrysanthemum planted in the black soil of your chest today is adorned with flowers and flowers, the colorful petals all around are really unique, once you see it, your heart wants to move forward with a miraculous pull.  The majestic form of that chrysanthemum of yours, the garland of impeccable beauty makes me mad, so I run there, I observe with the passion of life, the beauty of that place, I satisfy it with all my heart.
 Thirst in both eyes.  The incomparable form of that chrysanthemum of yours, Lalima, understands the softness of the moon and adjusts the rate with ease, as if she has become the best of all by impressing all the beauties and my love has become a prisoner there.

Post a Comment

0 Comments