জীবন প্রান্তে
জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎই হোঁচট খাই সামনে দেখি সেই ধূসর চেনা মুখ হারানো সেই দিন চুলে রুপোর রেখা
চোখে কিছু কথা আমরা তো হেঁটেছিলাম একসাথে, স্মৃতি এসে ভিড় করে
কেমন আছো তার কণ্ঠে কম্পন কিছুই বলিনি শুধু তাকিয়েছি ভালোবাসা মরে না শুধু হারায় রূপ।
🍂
শেষ দেখা
জীবনের সন্ধ্যায় ক্লান্ত এক বিকেলে দেখি তোমায় ভিড়ের মাঝে নীরব চাহনিতে চুলে সাদা হওয়া মুখে নিষ্পাপ আলো। তবু সেই চোখ প্রেমে ডোবা কালো। বলিনি কিছু কন্ঠ জড়িয়ে আসে স্মৃতিতে। তোমারও চোখে জল নাকি কেবল বাতাসে ?
একদিন যাকে চিঠি লিখেছিলাম চাঁদনী রাতে একদিন তারই মুখে নীরবতা চুমু খায় চুপি চুপি।
চলে গেলে ধীরে, পিছু তাকালে না
0 Comments