দায়
আমাদের হাতে সময় কত আছে?
যতদিন আছি রাগ ক্ষোভ আর নয়,
চলো, রাখো কাজ টাজ এইবার।
কি জানি কি কথা শেষ কথা হয়ে যায়?
দেখলেতো এই জীবনের দাম নেই,
পদ্ম পাতায় জীবন যেমন টলে,
ওদের হয়তো কত কথা ছিল বাকি,
আধ খাওয়া প্লেট অর্ধেক গ্লাস জলে।
কেউ ভেবেছিল মায়ের স্নেহ নেবে,
কেউ ভেবেছিল সংসার বাঁধবে,
কেউ ভেবেছিল শুরু হবে সবকিছু,
শেষ হয়ে গেল হঠাৎ পথের মাঝে।
কিছুদিন আগে প্রকৃতিকে হাতে পেতে,
যারা গিয়েছিল ভূস্বর্গ কাশ্মীরে,
তারাও দেখো হঠাৎ কেমন করে,
লুটিয়েছিল নৃশংসতার পথে।
কি করি বল তুমি আমি ভেবে,
দুঃখ শুধু চলে গেল যাদের।
ভুলে যাই সব আমরা জেট যুগে,
প্রযুক্তি কি দায় নেবে মৃতদের?
🍂
তোমার জন্য
তোমার জন্য আলো মাখা ভোর
নতুন স্বপ্ন তুলির টানে,
তোমার জন্য জীবন গড়ায়
উৎস মুখের সুখ সন্ধানে।
তোমার জন্য মেঘলা আকাশে
বকের সারির উড়ে যাওয়া,
তোমার জন্য এলোমেলো সুর
হাঁটতে হাঁটতে এমনি গাওয়া।
তোমার জন্য একটা জীবন
দশটা ছয়টার অফিস ছোটা,
তোমার জন্য অপেক্ষা আর
অপেক্ষাতে আলো খোজা।
তোমার জন্য একটা নদী
একটা পাহাড় একটা সাগর,
তোমার জন্য এক জীবনে
সময়গুলো মস্ত ডাগর।
তোমার জন্য সুখ দেখেছি
অসুখেও বাঁচতে পারি,
চল না আমরা দুজন মিলে
0 Comments