জ্বলদর্চি

অরিজিৎ ভট্টাচার্য্য-র কবিতা

অরিজিৎ ভট্টাচার্য্য-র কবিতা 

ডায়েরী পাতা


মানুষ একা হয়ে এলে 
নিস্তব্ধতায় ঢেকে যায় চর্তুদিক 
শব্দ ভীষাহীনতার
অন্তঃরীক্ষ জুড়ে ছুটে বেড়ানো 
মানুষ একা হয়ে এলে 
হাতড়ে বেড়ানো পুরনো কিপ্যাড মোবাইল 
ধুলোয় ঢাকা ডায়েরী পাতা ।

🍂


স্পর্শ খুঁজি 

মন খারাপ হলেই 
কবিতার খাতা জুড়ে 
               তোমার মুখের স্কেচ 
বৃষ্টি উপত্যকা জুড়ে তোমায় সাজিয়ে তুলি 
গড়ে তুলি মোম পুতুল 

বুকের মাঝে আজও এক শূন্যতা  খেলা করে
মন খারাপ- মজে যাওয়া চর 
কাটাকুটি খেলা তোমার স্পর্শ খুঁজি ।

Post a Comment

0 Comments