জ্বলদর্চি

পুষ্পেন্দু বিকাশ বাগ-র কবিতা

পুষ্পেন্দু বিকাশ বাগ-র কবিতা 

প্রশ্রয়

জীবনের চারণ অনুভূতি গুলো জন্ম মৃত্যুর পশমি আদর মেখে যেদিন ভেবেছিল, আষাঢ়-শ্রাবণ শুধুমাত্র বর্ষাকাল; সেদিন জীবনের উঠোনে ঘন কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরেছিল। আর, দূরগামী নিভৃত সংলাপ চুপ করে যে কথা বলেছিল; তারই নাম প্রশ্রয়।

নিভৃত নীরবতাই আজ মরশুমি জলছবি। স্থায়ী প্রত্যয়।


🍂


সম্পর্ক 


একটা আকাশ মেঘের পরে 
একটা আকাশ নিচে, 
একটা আকাশ কালো মেঘে
একটা আকাশ ফ্যাকাসে।


জীবন তোমার, জীবন আমার
প্রাণভোমরা কার?
আলো আমার, বাতাস তোমার 
আকাশখানা তার।

মোক্ষম চাল, অদ্ভুত কথা 
জীবন একটাই 
ভুলের মাশুল, অলীক প্রেমে 
আকাশ লাটাই।

হেমন্ত উন্মুখ, বিষাদের পাতা
ঝরে পড়ে অবিরল 
ঘুমের আগুনে শুয়ে থাকে মেঘ 
পুরোহিত দিন বদল।

এক সে ভীষণ দস্যি ছেলে 
মেঘের পাড়ায় থাকে
আমার ভেতর, তোমার ভেতর 
থাকে সে আড়ালে। 

এভাবেই, কত শত সম্পর্ক---ভাঙ্গে, 
গড়ে; আবার ভাঙ্গে, আবার গড়ে।

Post a Comment

0 Comments