সুমন রায়
ধূসর ধোঁয়াশা
আকাশ থেকে ঝরে পড়া জলকণা এখন বেশ ঘোলাটে, কখনও ধোঁয়াশার মতো ধূসর রঙের।
খানিক যখন ধারাবাহিকতা হারিয়ে থমকে দাঁড়ায় আকাশ,তখন কতগুলো পাখি ঠোঁট উঁচিয়ে পায়ে পায়ে আসে ছাদে।ওরাও কেমন ছাই ছাই রঙের।
গোটা আকাশটা তাকিয়ে থাকে ওদের দিকে,আকাশের চোখগুলো নেশায় হলুদ, বিবর্ণ বাস্তবের মতো।
গাছপালা,পুকুরের জল,লতাপাতা,ফার্ণ,পথঘাট,গলির কুকুর সবাই যেন দীর্ঘশ্বাস ফেলে,নীরবতার গান ধরে।
আমার বাগানের লোহার গেটে জং ধরে একাকার, লতানো গাছগুলো আকর্ষ ছেড়ে মাটিতেই ঘুমিয়ে পড়েছে।
পথচলতি মানুষগুলো কেবল এই অনাকাঙ্ক্ষিত বিবর্তনে প্রভাবিত নয়।তারা সদর্পে,ব্যস্তসমস্ত হয়ে কোথাও যেন ছুটে চলেছে।
আরোহী নয় অবরোহী এক অশ্বমেধের ঘোড়ার মতো।
🍂
কথা আছে
যতদূরেই যাও কথা আছে
শোনো...কথা আছে
দিন দিন কত শব্দের মিছিল
তোমার আঁচল ছুঁয়ে গেছে
আমার কুবাই নদীতে-
উচ্ছল বান এলেও
কি নির্বিকার তুমি!
লরেন্সের উপন্যাস নিয়ে
জেগে বসে আছো।
যত খুশিই উদযাপন করো
বলো কোথায় অন্নের
শর্ত ছেড়ে উষ্ণীশ স্পর্শ
0 Comments