মঙ্গলপ্রসাদ মাইতি
ভালোবাসা একদিন
ভালোবাসা একদিন নদী হয়ে যাবে
ভালোবাসা একদিন ফুল হয়ে যাবে
ভালোবাসা একদিন পাখি হয়ে যাবে-
শুধু তুমি ভালোবাসলে।
ভালোবাসা একদিন প্রজাপতি হবে
ভালোবাসা একদিন সমুদ্র হবে
ভালোবাসা একদিন হবে সুনীল আকাশ
শুধু তুমি ভালোবাসলে।
ভালোবাসা একদিন সোনারোদ হবে
ভালোবাসা একদিন ঝরনা হবে
ভালোবাসা একদিন হবে বসন্তগান
শুধু তুমি ভালোবাসলে।
ভালোবাসা একদিন ভালো বাসা হবে
ভালোবাসা একদিন কবিতা হবে
ভালোবাসা একদিন হবে গোটা পৃথিবী
শুধু তুমি ভালোবাসলে।
🍂
ঘ্রাণ
গর্ভিনী ধানের হিন্দোল দেখে যে
কিশোরীটি থমকে দাঁড়িয়ে পড়ল
আলের ধারে তার চোখে-মুখেও
নারী হয়ে ওঠার সুস্পষ্ট প্রতিচ্ছবি,
সারা অঙ্গজুড়ে ছায়া বিস্তার করেছিল
অদ্ভুত এক মাদকতা। হাতের মুঠোয়
ধরা ছিল একরাশ হলুদ বোঁটার শিউলি,
একটা একটা করে ছুঁড়ে দিচ্ছিল
ধানের চারার দিকে, যেন পরম
নম্রতায় শ্রদ্ধা জানাচ্ছে ধরিত্রী মা’কে
ফুলে ফুলে ভরে যাচ্ছে প্রিয় দেবীর
চরণ।
ওদিকে মাথার উপরে সুনীল আকাশ
তাতে মনের আনন্দে খেলে বেড়াচ্ছে
শুভ্র মেঘের দল। সবুজে সবুজময়
পৃথিবী, চোখজুড়ানো তার রূপ-আর
আমি ডুবে যাচ্ছি, কেবলই ডুবে যাচ্ছি
0 Comments