সুতনু সরকার
ফেরা
তোমার দু চোখ নীল আকাশ
আজও আঁধার যাত্রী
আগুনের গান পাতায় লেখা
অপলক কালো রাত্রি
সন্ধ্যা নামার চিহ্ন স্পষ্ট
বালুচর এক ভুল
জলছবিতে তুলির টানে
ভাঙ্গে নদীর কূল
বাঁধন মুক্তি তোমার সুরে
আগামীর পথে ঘাটে
বেঁচে থাক শীতল পরশ
বইয়ের দুই মলাটে
ছায়াপথের মায়া শেষে
অসংখ্য দৃশ্য ঘেরা
আবেগ শূন্য নির্জন রাত
নিস্তব্ধতায় ফেরা।
🍂
নীরব সুখে
ছায়ার ভাষায় ফোটে আলো
নীরব নদী বয়ে চলে অন্তরে
পাখির ডাকে স্বপ্নের ঘুম ভাঙে
শিশির সিক্ত আকাশের নীচে দাঁড়াই
বাতাসে ভেসে আসে অচেনা সৌরভ,
মাটি জেগে ওঠে ফুলের চোখে
হৃদয় বলে—ধৈর্য ধরো, চলার পথেই
লুকিয়ে আছে আলো আর ছায়ার ছন্দ
রাতের আঁধারে বুকে উৎসাহ ভরে
চাঁদের আলোয় গান সুর হারায়
একটি ঝর্ণার নীরব গতির মতো
আমার মনও ছুঁতে চায় আকাশ
শেষ হাসি ছেড়ে যায় —
যেন সময়ও থেমে থাকে মুহূর্তে,
এখানে আলো, ছায়া, আর আমি
0 Comments