কৃষ্ণা গায়েন
মন
অনেক পথ পেরিয়ে এসে
মনের খোঁজে একি!
বিষন্ন এক দিনের শেষে
প্রশ্ন চোখে রাখি।
জীবনের এই ধারা পাতে
হারিয়ে গেছে মন!
কেমন করে আছি বসে
গহীন গোপন?
হৃদয় ফাঁকি দিয়ে বাঁচি
শুধুই বাঁচার দায়!নিজের মুখ লুকিয়ে ফেলি মনের দরজায়।
পৃথিবীতে সুর লহরী-
গাছে নতুন পাতা,
আমার কান্না গোপন করে
সাধের নক্সী কাঁথা।
🍂
হেমন্তের গান
হেমন্তের বিষন্ন বিকালে
বড়দ্রুত সন্ধ্যা নেমে আসে।
যেন এক অব্যক্ত বেদনা আঁকা ,
প্রকৃতির বুকে।
নিস্তব্ধ আকাশে লক্ষী পেঁচা উড়ে যায় আধো অন্ধকারে।
রোদ-বৃষ্টি তে ভরা মাঠের ফসল,
ভরা যৌবনের মত শরতের মেঘ-
উৎসব শেষে,মন বসে থাকে
আসন্ন শীতের অপেক্ষায়।
গাছের শাখায় কুয়াশার অন্ধকার ,
সজিনা'র পাতা ঝরে পড়ে।
শিশিরে ভেজানো ঘাসে
গঙ্গা ফড়িং।
আমার চোখের ভেজা হিমের পরশ
ছুঁয়ে যায় ঘাসের সবুজ।
দূরে, নৌকায় ভরে নিয়ে যায়
হেমন্তের সোনার ফসল-
বয়ে চলা নদীটির স্রোতে।
ধান কাটা সুরে গান গেয়ে
হেমন্তের হিমেল হাওয়ায়,
0 Comments