জ্বলদর্চি

মৃণালকান্তি দাশ


মৃ ণা ল কা ন্তি  দা শ  


জনগণমন

মাভূমির অন্ধকারে ডুবে যায় পতঙ্গপ্রতিম জনগণ হে আউশ আমনের দেবী আমাদের শ্রমস্বেদে উপচে উঠুক তোমাদের গর্ভ অরণ্যের হ্রেষা ও বৃংহণ মিশে যাক নগরসভ্যতায় একজন গেরোবাজ পঞ্চায়েত সদস্য আর একটি সরল বালক একই সঙ্গে পার হয়ে যাক নয়ানজুলির সাঁকো শিখরবাসীরা ডানার ছায়ায় ঘুমপাখি তোমাদের চোখের ক্লান্তি ঢেকে দিক শুধু দূর নীলাঞ্জনরেখায় জেগে থাক একটি ভোরতারা আমি তার থেকে লক্ষ আলোকবর্ষ দূরে তবু ওই তারাটির জন্য প্রতিদিন ভূমিষ্ঠ প্রণতি রেখে যাব
গাছ ও প্রেমিকা 

যুবকটিকে মেঘ যন্ত্রণা দেয়,
রাত্রিস্বপ্নে বৃষ্টি পড়ে না ।
প্রেমিকা যন্ত্রণা দেয়,
সে অন্য ভাষায় কথা বলে ।
গাছ যন্ত্রণা দেয়,
তার ছায়ায় বসে
প্রতিপক্ষরা হননপ্রস্তাব নেয় ।

সব যন্ত্রণাই সাময়িক, আপাতকঠোর,
একদিন ভুল বুঝতে পেরে 
ফিরে আসে মেঘ, প্রেমিকা, গাছ।
কিন্তু যুবকটি ততদিনে 
যন্ত্রণাকে নিজের ভবিতব্য জেনে 
দূরে সরে গেছে। 

বাইরে অঝোর বৃষ্টিতে 
কেঁপে উঠছে গাছ ও প্রেমিকা।


দস্যু 

তুমি ঘুমঘোরে । কপাট ভেঙেছি । দস্যু ।
দূরে যেতে হবে  । শাকান্ন শুধু । প্রস্তুত  ?

মনে আছে ঢেউ ? রুপোলি তরল ? তিস্তা  ?
পায়ের চিহ্ন  । উড়ে আসা মেঘ । বিস্তার  ।

কোনো পথ নেই  । আলোহীন । উদ্ ভ্রান্ত ।
মার মুখে শোনা । রূপকথা । বন । প্রান্তর ।

হাড়হিম রাত । ভাঙাচোরা চাঁদ । বিন্দু ।
দু'হাত খুঁজছে । মণিমাণিক্য । সিন্দুক  ।

শুকতারা জ্বলে । মুখে ম্লান ছায়া  । স্বপ্ন ।
রাত্রিরচনা । ধুলোমাটি খেলা । সব নয় ।

দূরে কেউ জাগে । সে কি নির্মাণ  !ধ্বংস  !
তবুও যায় না । দু'হাতে জড়ায় । সংশয়  ।

ঈর্ষা বলবে ? তাই  । যদি বলো । দস্যু  ।
সার্থক কোনো শব্দ আছে কি ? অশ্রুর  ?


গল্প 

ছেলেকে বাঘের গল্প, মেয়েকে ভূতের
স্মৃতিহাতড়ানো সবই, অপ্রস্তুতের

গল্প জমে জমে ক্ষীর চায়ের দোকানে 
কাহিনি ডালপালা মেলে, খুঁজে নেয় মানে

দু'পায়ে ভয়ের গল্প নদী পেরোবার 
বাঁজা গাছ, অপুষ্পক, হাট ও বাজার 

আকাশ আদিম গল্প, হায়রোগ্লিফিক
অক্ষর রেখেছে জ্বেলে তবু দশদিক

পৃথিবী রোগের গল্প, গুহার ভিতরে 
পাদটীকা মৃত্যু লেখে প্রহরে-প্রহরে

ভাবো 

সাদা পাখি থেকে কালো খাঁচা 

কালো বীজ থেকে সাদা ফুল 

সাদা পাতা থেকে কালো ছবি 

ভাবো ভাবো ভাবো ভাবো 

ভাবতে ভাবতে কালো রাত্রি 
সাদা জীবনের দিকে উড়ে গেল

দূরে কালো অক্ষরে কেউ কি
এসব কথা লিখে রাখছে

------

Post a Comment

4 Comments

  1. সন্দীপ কাঞ্জীলাল
    জলদর্চিকে ধন্যবাদ আবার ভালো কবিতা উপহার দেওয়ার জন্য।।

    ReplyDelete
  2. সুন্দর। কবির উপস্থাপনে গল্পও কবিতা ।

    ReplyDelete
  3. সহজ সরল ভাষায় অসাধারণ সব কবিতা। 'দস্যু' কবিতার আঙ্গিকে নতুনত্বের খোঁজ পেলাম।

    ReplyDelete
  4. সব কটি কবিতাই সুন্দর। অভিনন্দন জানাই কবিকে।

    ReplyDelete