জ্বলদর্চি

১৭ জুলাই ২০২০


আ জ কে র  দি ন 

17 July 2020
বাংলায়-- ১ শ্রাবণ ১৪২৭ শুক্রবার 

আজ, নট ও নাট্যকার বিজন ভট্টাচার্য -এর জন্মদিন। মেহনতি মানুষের জীবন সংগ্রাম ও তা থেকে উত্তরণ তাঁর রচিত নাটকের মূল প্রতিপাদ্য। তাঁর রচিত 'নবান্ন' বাংলা নাটকের মাইলস্টোন। 
আজ, মনোমোহন বসুর জন্মদিন। ইনি ন্যাশান্যাল থিয়েটার প্রতিষ্ঠা বিষয়ে বিশেষ উৎসাহী ছিলেন। হরিশ্চন্দ্র, পার্থ পরাজয় প্রভৃতি  তাঁর রচিত নাটক। 

আজ, কবি সুভো ঠাকুরের মৃত্যুদিন। প্রকৃত নাম সুভগেন্দ্রনাথ ঠাকুর। ছিলেন ভাল চিত্রকর। ঐতিহ্যশালী ঠাকুর পরিবারের রীতি নীতি সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহী  ছিলেন। সে কারণে ঠাকুর পরিবার তাঁর 'বোহেমিয়ান,' 'কালাপাহাড়' ইত্যাদি  নামকরণ করেছিল। 

আজ, আড্যাম স্মিথের মৃত্যদিন। আধুনিক অর্থনীতির জনক বলা হয়।

আজ, World Day for International  Justice. বিশ্বজুড়ে  আজকের দিনটি আন্তর্জাতিক ফৌজদারি ন্যায়বিচারের  সমর্থনে পালন করা হয়।
আজ, World  Emoji  Day.আজকের দিনটি মানুষ emojiর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

মনীষী উবাচ :
অনুসন্ধিৎসু হও, নিরন্তর প্রশ্ন করো এবং সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম চাই। এরপরের সবকিছুই আপনা-আপনি  ঘটতে থাকবে।(এ.পি.জে. আবদুল কালাম)
-------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার

আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক।  www.jaladarchi.com
 

Post a Comment

0 Comments