জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

সংগ্রহ
 
বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব

সম্পাদনা - নলিনী বেরা,শ্যামলকান্তি দাশ,সায়ন্তন শেঠ , সুদীপ্তন শেঠ, স্পর্শিতা পণ্ডা শেঠ, আশিস মিশ্র, কমল বিষয়ী, দেবাশিস প্রধান    
প্রকাশ - ২০১৯
প্রচ্ছদ - শ্যামল জানা
মূল্য - ১০০/-
______________________________________

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.
জামাই এলে বলতে পারি না  কাজের  জন্য  লাজে
কিন্তু  আমার একটা  কাজ আছে দুই  পায়ের মাঝে। 

উত্তর - গাইয়ের দুধ দোয়ানো 

২.
মুখেতে খেলে চুমু হাসে খলখল 
পেটের মাঝে শুধু জল, করে ছলছল। 

বলোতো কি?

উত্তর - হুকো 

৩.
চিৎ করে ফেলে 
উপুড়  করে এমন করা করে
শরীরের গয়না শুদ্ধ  নড়ে। 

চটপট বলো? 

উত্তর -গয়না পরে শীল নোড়ায় মশলা বাটা 

৪.
শুতে গেলে দিতে হয়
না দিলে ক্ষতি  হয়। 

উত্তর - দরজার  খিল দেওয়া 

৫.
বেটির নাম পার্বতী 
নাচতে  নাচতে  গর্ভবতী। 

বলো দেখি কি এটি?

উত্তর - লাটাই সুতো 

৬.

আকাশ থেকে  পড়লো  ফল
তার মধ্যে  রক্ত।
বলতে হবে কি নাম তার?

উত্তর - কালোজামা 

৭.
বিয়ের সময় দাদা দেয় একবার 
সারাজীবন  বৌদি  নেয় বারবার। 

উত্তর- সিঁদুর 

৮.
ঢোকে না তো, ঢোকাও কেন?
পরের মেয়ে কাঁদে যেন। 

বলোতো কি? 

উত্তর - শাঁখা পরানো


৯.
ঘসা দিলে মিটে আশা
না হলে পড়ে সব নিরাশা। 

উত্তর - দেশালাই /ম্যাচ 

১০.
বুড়াদের ন'বার
ছোকরাদের একবার। 

চটপট  বলো  কে?

উত্তর - সুঁচে সুতো পরানো। 


 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments