জ্বলদর্চি

লোককথা : বোকা তাঁতি || পর্ব - ২

অলংকরণ- প্রকাশকুমার মণ্ডল


লোককথা : বোকা তাঁতি
 

সু ব্র ত কু মা র  মা ন্না

  
২.

'মা, এক পয়সায় কত বড়াে ঘােড়ার ডিম'

বােকা তাঁতিকে তার মা একবার এক পয়সা দিয়ে বলেছিলেন গামছা বােনার জন্য সুতাে আনতে। বােকা তাঁতি তার মায়ের কথা মতাে সুতাে কিনতে যায়। যাবার পথে নানা জিনিস দেখে সুতাের কথা ভুলে যায়। তাই সে ঘুরে গিয়ে মাকে জিগ্যেস করে, মা তুমি এক পয়সায় কি আনতে বলেছিলে ? মা বলেন সুতাে। 

বােকা তাঁতি আবার সুতাে কিনতে পথে বের হয়, আবার ভুলে যায় সুতাের কথা। মাকে এসে জিজ্ঞাসা করে যে, মা আমাকে এক পয়সায় কি কিনতে বলেছিলে ? মা তখন তাকে আবার বলে, সুতাে।

বােকা তাঁতি আবার সুতাে কিনতে বের হয়, পথে সে আবার ভুলে যায় সুতাের কথা। মাকে আবার জিজ্ঞাসা করতে গেলে মা রেগে গিয়ে তাকে বলে 'ঘোড়ার ডিম'। তখন বােকা তাঁতি খুব আনন্দিত হয়ে এক পয়সায় ঘােড়ার ডিম কিনব বলে চেঁচাতে চেঁচাতে বাজারে যায় এবং বাজারে এক মাসির কাছে এক বড়াে কুমড়াে দেখে মাকে জিজ্ঞাসা করে, “মাসি এটা কি ?” মাসি বলে, এটা কুমড়ো।” শুনে বােকা তাঁতি কুমড়ো কুমড়াে বলতে বলতে চলে যায় ঘােড়ার ডিম কিনতে। 

বাজারে প্রত্যেক দোকানে খুঁজেও সে ঘােড়ার ডিম পায়নি। এতে তার মন খারাপ হয়ে যায়। বাড়ি ফিরে যেতে যেতে সেই মাসির সাথে দেখা হলে আবার কুমড়ােটি দেখে জিজ্ঞাসা করে "এটা কী ?" মাসি বলে, “এটা কুমড়াে।” বােকা তাঁতি কিছুদূর গিয়ে আবার মাসির কাছের জিনিসটির নাম ভুলে গেলে ফিরে এসে মাসিকে জিজ্ঞাসা করে, “মাসি এটা কী ?” মাসি রেগে গিয়ে বলে, 'এটা ঘােড়ার ডিম'। বােকা তাঁতি আনন্দে লাফিয়ে ওঠে। এক পয়সায় এত বড়াে ঘােড়ার ডিম পেয়ে বাড়িতে নিয়ে যায়।

বাড়িতে গিয়ে মাকে বলে, “মা আমি এক পয়সায় অনেক বড়াে ঘােড়ার ডিম পেয়েছি।" মা তার কাণ্ড দেখে রেগে গিয়ে বােকা তাঁতিকে খুব মারে ও কুমড়ােটি মাটিতে ফেলে ফাটিয়ে দেয়।

মা এত গরীব ছিল যে তার আর পয়সা ছিল না সুতাে কেনার জন্য। বােকা তাঁতির মার চোখ ফেটে জল আসে।

Post a Comment

0 Comments