জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ২৮ আগস্ট ২০২০


২৮/৮/২০২০

১) ব্রেস্ট এন্ড এন্ডোক্রাইন সার্জারিতে দেশে দিল্লির AIIMS-এর প্রথম স্বর্ণপদক পেলেন কলকাতার ধৃতিমান মৈত্র! 

২) এল জি নিয়ে এসেছে বিশেষ ব্যাটারি চালিত এয়ার পিউরিফায়ার মাস্ক! 

৩) রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তাতিয়ানা গোলিকোভা জানিয়েছেন যে সাইবেরিয়ায় অবস্থিত ভেক্টর ভাইরোলজি ইনস্টিটিউটের তৈরি করোনা-প্রতিষেধক ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই অনুমোদন পেতে চলেছে।

৪) আমেরিকার নিউসিয়াল উপকূলে আছড়ে পড়েছে ভয়ংকর হ্যারিকেন ঝড় "লরা"!

৫) করোনাভাইরাসের শিকার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট আন্দামানিজ জনজাতির ৫ সদস্য!

৬) অসুস্থতার কারণে পদত্যাগ  করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে! 

৭) পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতালি-র ক্লাব জুভেন্তাস-এ থাকছেন! 

৮) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই বছর সেখানে পৌষমেলা অনুষ্ঠিত হবে। 

৯)মহামান্য সুপ্রিম কোর্ট জানালেন যে চলতি বছরের মধ্যে দেশের কলেজগুলোকে তাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষার আয়োজন করতে হবে। 

১০) আগামী বছরের ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১৯-তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
--------------------------------------------------------------------
একটু হাসুন

আর কখনোই  মদ ছুঁয়েও দেখবে না বলে এক মাতাল প্রতিজ্ঞা করল। তারপর রুমের থেকে এক এক করে খালি মদের শিশি বাইরে ছুঁড়ে ফেলতে লাগলো।   

প্রথম শিশি ছুঁড়ে ফেলে বলল:  তোর জন্য আমার চাকরি  গেছে।

সেকেণ্ডটা ছুঁড়ে বলল : তোর জন্য আমার নিজের ঘর বিক্রি  হয়ে গিয়ে আজ আমি নিজেরই  ঘরে ভাড়াটে।

তিন নম্বরটা ছুঁড়ে ফেলে বলল: তোর জন্য আমার একমাত্র বউ আমায় ছেড়ে চলে গেছে।

চতুর্থটা ছুঁড়তে গিয়ে দেখল পুরো বোতলটা ভর্তি,  বলল: তুই এখনোও নির্দোষ, তাই তুই ঘরেই থাক এখন।

__________________________________________

প্রকাশিতব্য

 

Post a Comment

0 Comments