জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৪ সেপ্টেম্বর ২০২০

অলংকরণ - সুদেষ্ণা রায়চৌধুরী

    
দিনের শেষে 
সংকলক - বিশ্বজিৎ কর  

 ২৪/৯/২০২০

১) আমেরিকা, জাপান, ইউরোপ ছাড়া বিশ্বের সর্বত্র ন্যাজাল ভ্যাকসিন সরবরাহ করবে ভারত বায়োটেক! 

২) এশিয়ার প্রথম মহিলা সাঁতারু, ১৯৫৯ সালে ইংলিশ চ্যানেল অতিক্রমকারিণী আরতি সাহা আজ তাঁর ৮০-তম জন্মদিবসে গুগল ডুডল-এ বিশেষভাবে সম্মানিত হলেন। 

৩) কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি! 

৪) ২০১৯-'২০ মরশুমের সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন(বেলজিয়াম), ফরোয়ার্ড রবার্ট নেওয়ানডস্কি(পোল্যান্ড) এবং গোলরক্ষক ম্যানুয়েল নয়্যর! 

৫) আজ আই পি এল(২০২০)- এর ৬ষ্ঠ ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে চলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে! 

৬) মুম্বই-এর একটি হোটেলে ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং চলতি আই পি এল-এর অন্যতম ভাষ্যকার ডিন জোন্স! 

৭) করোনা-য় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান,আই এন এস স্থপতি পরমাণুবিজ্ঞানী শেখর বসু! 

৮) TRP(Television Rating Point)পড়ে যাওয়ার ফলে দূরদর্শনের জি-বাংলা চ্যানেলে "কাদম্বিনী"-র দৈনিক শো বন্ধ হতে চলেছে! আগামী  ৫ অক্টোবর সিরিয়ালটির শেষ  এপিসোড প্রদর্শিত হবে! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
________________________________________

 একটু হাসুন 

এক ভদ্রলোক লাইব্রেরীতে গিয়ে জানতে চাইল -
"আত্মহত্যা করার পদ্ধতির উপর বই আছে?"

লাইব্রেরিয়ান: আছে, কিন্তু বইটা ফেরত দিতে কে আসবে?
----------------------------------------------------------------
কাল থেকে শুরু। নতুন ধারাবাহিক।   
প্রতি শুক্রবার।     

Post a Comment

0 Comments