আ জ কে র দি ন
3 September 2020
বাংলায় -----১৭ ভাদ্র,১৪২৭ বৃহস্পতিবার
আজ, বিজ্ঞানমনস্ক জ্ঞানতাপস দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীলের জন্মদিন। দশটি ভাষায় পারদর্শী এই ব্যক্তি অজস্র বই রচনা করেছে ধর্ম, দর্শনতত্ব, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান বিষয়ে। আদর্শ চরিত্র, অসামান্য মেধা ও পান্ডিত্যের জন্য তিনি আচার্য উপাধিতে ভূষিত হয়েছিলেন।
আজ, বাঙালির চির প্রিয় নায়ক উত্তম কুমারের জন্মদিন। আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। উত্তমকুমার নামটি পাহাড়ী স্যানালের দেওয়া।অনাবিল হাসি, অকৃত্রিম চাহনি আর অভিনয় গুণে আজও তিনি মহানায়ক।
আজ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাই-এর জন্মদিন। ইনি 'দ্য ইনহেরিটেন্স অফ লস' উপন্যাসের জন্য ২০০৬ সালে ম্যান বুকার পুরস্কারে সম্মানিত হন। জন্মদিনে অভিনন্দন।
আজ, ভারতীয় পদার্থবিদ অশেষপ্রসাদ মিত্রের প্রয়াণ দিবস। রেডিও এবং স্পেস ফিজিক্স ছিল তাঁর বিশেষত্বের ক্ষেত্র। ১৯৬৮ সালে ভৌত বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারে সম্মানিত হন।
আজ, পরাধীন ভারতে বিপ্লবী মৃগেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস। ইনি বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন। মেদিনীপুরের ইংরেজ ম্যাজিস্ট্রেট বার্জকে ১৯৩৩ সালে ২ সেপ্টেম্বর মৃগেন্দ্রনাথ ও তার সঙ্গী অনাথবন্ধু নিহত করেন। কিন্তু পুলিসের গুলিতে অনাথবন্ধু ঘটনাস্থলেই মারা গেলেও মৃগেন্দ্রনাথ পরদিন হাসপাতালে মারা যান।
আজ, গুপী গাইন ওরফে তপেন চট্টোপাধ্যায়ের জন্মদিন। গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে,গুপী বাঘা ফিরে এল_ এই তিনটি সিনেমা ছাড়াও আঁচল,গণদেবতা, মহানগর, ননীগোপালের বিয়ে ইত্যাদি সিনেমাতেও অভিনয় করেন।
আজ,অস্ট্রেলিয় জীব বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেটের জন্মদিন। ১৯৬০ সালে ইমিউনোলজিক্যাল টলারেন্স বিষয়ে তার গবেষণা কর্মের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারে সম্মানিত হন।
আজ, বাঙালি কৌতুক চরিত্রাভিনেতা অনুপকুমারের প্রয়াণ দিবস। ইনি "পলাতকা" সিনেমাতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে 'বিএফজেএ'পুরস্কার পান। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন ১৯৮৯ খ্রিস্টাব্দে।
মনীষী উবাচ :
কবি কবিতা যেমন করিয়া রচনা করিয়াছেন জীবন তেমন করিয়া রচনা করেন নাই। তাঁহার জীবন কাব্য নহে ;(রবীন্দ্রনাথ ঠাকুর)
_______________________________________
সংগ্রহ করুন
0 Comments