জ্বলদর্চি

৫ সেপ্টেম্বর ২০২০


আ জ কে র  দি ন 

5 September 2020
বাংলায় --- ১৯ ভাদ্র ১৪২৭ শনিবার 

আজ, শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মানার্থে পালিত দিবস। শিক্ষক তিনি, যিনি শেখানো ছাড়াও জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে আবার উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন, সর্বোপরি একজন ভাল মানুষ  হতে শেখান। ১৯৬২  সাল থেকে রাধাকৃষ্ণণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপন শুরু  হয়।


আজ, আদর্শ শিক্ষক .সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্মদিন। তাঁর  জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়। ইনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয়  রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছেন।

আজ, মাদার টেরেসার প্রয়াণ দিবস। অনাথ,গরীব-আর্ত ও সর্বহারাদের সেবায় নিজেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিবেদন  করেছিলেন। ১৯৭৯ সালে নোবেল ও ১৯৮০ সালে ভারতরত্ন পুরস্কার সম্মানিত হন। 

ইতিহাস থেকে জানতে পারি ১৭৬২ সালে  আজকের দিনে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী রাজমহলের কাছাকাছি উদয়নালায় মীরকাশিমকে পরাজিত করে।

আজ, আন্তর্জাতিক দাতব্য দিবস। জাতিসংঘ  কর্তৃক ঘোষিত। বিশ্বজুড়ে বিভিন্ন জনহিতকর ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তাদের কার্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটা সাধারণ প্ল্যাটফর্ম  তৈরির জন্য আজকের দিনটি উৎসর্গীকৃত। 


মনীষী উবাচ :
তিনজনই  পারেন একটি  দেশ বা জাতিকে বদলাতে-- বাবা, মা ও শিক্ষক। (এ.পি.জে.আবদুল কালাম)
_________________________________________

আগামীকাল প্রকাশ পাবে
কুইজ -৬
  

Post a Comment

0 Comments