জ্বলদর্চি

পুজোর ছড়া / মুক্তি দাশ

পুজোর ছড়া 

মু ক্তি  দা শ

এল পুজো রে

রোদ  ঝলমল করে আকাশে,
মন      ভেসেছে খুশির জোয়ারে—
শরৎ     এসেছে। শিউলি ও কাশে
বুঝি     লেগেছে রঙের ছোঁয়া রে!

শারদ-  শোভা কি দেখেছ তোমরা ?
মাঠ     ভরে আছে ঘন সবুজে,
ফুলে-   ফুলে প্রজাপতি ভোমরা—
দেখে    দু’চোখ ভরে না তবু যে!

হবে    আগমন দেবী দুর্গার;
বুঝি    খুশিতেই অশ্রু ঝরে—
ঢাকী   এসে গেছে কোন্‌ দূর গাঁ-র
ঢ্যাম   কুড়-কুড় — এল পুজো রে!

নয়    পুজোর বাজনা শুধুই,
বুকে   আরো আরো এক বাজনা বাজে –
পুজোর  ছুটিতে বিদেশ বিভুঁই
থেকে   আসবে আমার বাবা যে!


লিমেরিক

যতদিন রবে পদ্মা-মেঘনা, যতদিন রবে যমুনা, 
পুজো দূরে থাক,তোর সাথে আর একটি কথাও কমু না!
নির্ভয়ে যত অসুর আজ  যে
ঘোরাফেরা করে তোর এই রাজ্যে –
তবু নাকি তুই অসুরদলনী - এই বুঝি তার নমুনা?
         

করোনায় দুর্গা

সত্যি এবার আসবি কি মা,
এই করোনার আবহে? 
পথজুড়ে তাই ছড়িয়ে আছে
ভোরের শিউলি ফুল,
কাশগুলোও নাড়িয়ে মাথা
দোলায় চামর-চুল –
এবার বুঝি খুশির ঢেউয়ে
ভেসেই আমি যাব হে!

সাবধানে খুব আসিস মাগো,
নইলে সর্বনাশকে
ডেকে এনে করবি কি তুই
পুজোটাকেই নষ্ট?
তাই বলছি, এবার কিন্তু 
হোক না যতই কষ্ট-
মুখ-নাক যেন ভালো করে
ঢাকা থাকে মাস্কে!


মা আসবে 

মা আসবে আমার ঘরে 
সাজিয়েছি তাই থরে থরে 
চারিদিকে ছড়িয়ে পড়ে 
আনন্দ-উচ্ছাস।

সাজের বাহার শিউলি ফুলে,
বাতাসেতে দুলে দুলে 
ঢেউ খেলিয়ে চামর-চুলে
হাসছে কেমন কাশ!

Post a Comment

0 Comments