জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৭ অক্টোবর ২০২০

 

 দিনের শেষে 

১৭/১০/২০২০


১) বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে-- রেমডিসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনেভির, রিটোনেভির- এই ৪টি ওষুধের কোনটিই করোনা চিকিৎসায় তেমন উপযোগী নয়। 

২) ৭ বছর পর কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব ফের আই লিগে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করল! 

৩) ২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ৯৪-তম স্থানে আমাদের দেশ! ভারতের অবস্থান বাংলাদেশ ও পাকিস্তানের পেছনে! 

৪) আজকের আই পি এল-এর ৩৪-তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটলস এবং চেন্নাই সুপার কিংস, শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

৫) রাশিয়ায় তৈরী ভ্যাকসিন Sputnik-V'এর সাথে গাঁটছড়া বাঁধল  Dr.Reddy's laboratories, ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। 

৬) আগামী ২১ অক্টোবর থেকে পুজোর মরশুমে আরও একটি বাংলা ছবি ইন্দ্রনীল ঘোষের পরিচালনায় "শিরোনাম" মুক্তি পেতে চলেছে। 

৭) আজ থেকে "নবরাত্রি" শুরু, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত! মা দুর্গাকে ৯ রূপে(শৈলপুত্রী, ব্রক্ষ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মন্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী) পুজো করা হয়ে থাকে। 

৮) এবারের নিট্ পরীক্ষায়(মেডিকেল)ওড়িশার ছাত্র শোয়েব আফতাব ছাড়াও দিল্লির ছাত্রী আকাঙ্খা  সিংহ-ও ৭২০-তে ৭২০ নম্বর পেয়েছে

৯) নিউজিল্যান্ড-এর জাতীয় নির্বাচনে বিরাট জয় পেয়ে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
-----------------------------------------

একটু হাসুন 

বল্টু : কি রে পাপ্পু! কি ভাবছিস? 
পাপ্পু : একটা ধারণা একেবারে  পাল্টে গেল রে! 
বল্টু : কি রকম? 

পাপ্পু : বিজ্ঞাপন দেখতাম, বলা হত যে বলিউডি নায়িকাদের সুন্দর ত্বকের গোপন রহস্য হল LUX! এখন দেখছি গোপন রহস্য DRUGS!
----------------------------------------
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
যোগাসনে দেখান তিনি হরেক  কেরামতি 
কারেন্সির সঙ্গে আসে মাণিক হীরা মোতি। 
    হাতির পিঠে আনকোরা শো
    যোগসাধনার যা আদর্শ ! 
হঠাৎ শুঁড়ে বাবায় ছুড়ে শরীর মেরামতি ! 

২.
কতবার খুশিমতো গন্ডিবদল
ক্ষমতার লোভে চুর কন্ঠিবদল। 
চলে যাবে ঠাটবাট। 
টলে যাবে বড়লাট --
যদি করে জনগণ মনটি বদল !
----------------------------------------
প্রকাশিত 
ক্লিক করে পড়ুন

অ্যাঁতেলেকত্যুয়েল বনাম আঁতেল

Post a Comment

0 Comments