জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৬ অক্টোবর ২০২০

 দিনের শেষে 
১৬/১০/২০২০

১) ৭৮ বছর বয়সে প্রয়াত বাচিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক প্রদীপ ঘোষ! 

২) এবার পুজোয় কলকাতার ম্যাডক্স স্কোয়ারে আড্ডা বন্ধ! 

৩) জালিয়াতির অভিযোগের জেরে এবার চাপের মুখে নিউজ চ্যানেলের Television Rating Point(TRP) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল Broadcast Audience Research Council(BARC)!

৪) আজ আই পি এল-এর ৩২-তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ানস, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৫) সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র Executive Director সুরেশ যাদব জানিয়েছেন যে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সম্ভবত ভারতের হাতে চলে আসবে করোনার ভ্যাকসিন!

৬) ইংরেজি ছবির দু'টি চ্যানেল এইচ বি ও এবং ডব্লিউ বি টিভি ভারত থেকে তুলে নিতে চলেছে ওয়ার্নারমিডিয়া! 

৭) আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তথ্য অনুযায়ী আর্থিক বৃদ্ধির নিরিখে মার্কিন অর্থনীতিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসবে চীন! 

৮) আজ খাদ্য ও কৃষি সংগঠন(FAO)-এর ৭৫ বছর উপলক্ষে ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
_____________________________

একটু হাসুন 

পাপ্পু : বুঝলি বল্টু, কাশ্মীরের সাথে বিবাহিত জীবনের একটা মিল খুঁজে পেলাম! 
বল্টু : কি রকম? 
পাপ্পু : বিবাহিত জীবন যেন কাশ্মীরের সৌন্দর্য, কিন্তু সন্ত্রাস বেশী!

             --------------------------------
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
মামার বাড়ি হুগলিতে
মস্ত স্পিনার ফুলকি দে
সবার শেষে নেমে
স্লগ ওভারে ঘেমে
আউট হল গুগলিতে।। 

২.
ঘরে বসা বড়বাবু সরকারি চাকুরি 
টিফিনেতে ঘরে ছাঁকা হিঙের শ্রীকচুরি। 
আঙুলের কথাকলি 
সমূহ আদেশাবলি
টুইটার হোয়াটসঅ্যাপএ করে ঘোরাঘুরি।
-----------------------------
প্রকাশিত 
ক্লিক করে পড়ুন
ডিয়ার কমরেড : দুই সহমর্মীর প্রেমকাহিনী/রাকেশ সিংহ দেব
 

Post a Comment

0 Comments