জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৬ অক্টোবর ২০২০

                           দিনের শেষে 

  ২৬/১০/২০২০

১) স্কুলের মাধ্যমে কোভিড টিকা সরবরাহের ভাবনাচিন্তা কেন্দ্রের! 

২) কলকাতা মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন প্রশিক্ষক নিযুক্ত হলেন স্পেনের জোস হেভিয়া! 

৩) দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,১৪৯ ! গত তিন মাসে সবথেকে কম! 

৪) আজ আই পি এল-এর ৪৬-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স, শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

৫) করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে জরুরী অবস্থা জারি করল স্পেন! 

৬) আগামী ১০ নভেম্বর আই পি এল-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৭) লাদাখ উত্তেজনার মধ্যে গত ৪৫ দিনে ১২ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, চিন-পাকিস্তানকে কড়া বার্তা ভারতের। 

৮) কার্নিভাল বন্ধ, শোভাযাত্রা বন্ধ, বাংলার বিভিন্ন প্রান্তে চলছে প্রতিমা বিসর্জন !

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)


একটু হাসুন 

পাপ্পু : বুঝলি বল্টু, মনটা খুব খারাপ রে! 

বল্টু : কি হল আবার? 

পাপ্পু : যা'কে চাঁদ ভেবে চারপাশে প্রদক্ষিণ করতাম, সে দেখি আজ ৩টে উপগ্রহ নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে।


 লিমেরিক

বিনোদ মন্ডল 

১.
ও পাড়ার মহাদেব মজলিসে মাতে না। 
সৎপথে জীবিকাটা একেবারে ধাতে না। 
চারধার ঘোরাঘুরি 
যারতার চোরাচুরি
চুরির কিসসা ছাড়া কিছুতে কান পাতে না। 

২.
মন থেকে যারা আজও হাঁটে মিছিলে 
শ্লোগানে কখনো তারা দেননা ঢিলে। 
যুদ্ধজয়ী সংগীতে
দৃপ্ত পদভঙ্গিতে
বদলাতে চায় সবে পুরাতন নিখিলে।।


প্রকাশিত।  ক্লিক করে পড়ুন। 
এবারের বিষয়- বিজ্ঞান ও বিজ্ঞানী। 
জ্বলদর্চি অনলাইন কুইজ -১৩
এখুনি ক্লিক করে উত্তর দেখে নিন। 


দুগ্গা দুগ্গা
---------
-------------------
আরও  পড়ুন 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র গুচ্ছকবিতা
অনুবাদ - সৌ মে ন  শে খ র

ক্লিক করুন 👇
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments