দিনের শেষে
২৮/১০/২০২০
১) পাঁচ রাজ্য (মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক, দিল্লি) ছাড়া দেশজুড়ে কমছে করোনা সংক্রমণের গতি!
২) ক্রিকেট সাউথ আফ্রিকার ১০ সদস্যের বোর্ডের প্রত্যেক সদস্য তাঁদের সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ করলেন।
৩) আজ আই পি এল-এর ৪৮-তম ম্যাচে মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ানস, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে।
৪) লাদাখ উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহেই ফ্রান্স থেকে ভারতে আসছে আরও ৩ রাফাল জেট যুদ্ধবিমান।
৫) সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমান অর্থবর্ষে ফি বৃদ্ধি করতে পারবে না বেসরকারি স্কুলগুলো।
৬) ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে তিন প্রয়াত ভারতীয় অভিনেতা(ইরফান খান, সুশান্ত সিং রাজপুত এবং ঋষি কাপুর)-র সম্মানার্থে তিনটি ছবি যথাক্রমে "সঙ্ অফ স্করপিওন","কেদারনাথ" এবং "১০২ নট আউট" প্রদর্শিত হবে।
৭) আগামী ২১ নভেম্বর ২৮-তম ইনেরগা ক্যামারইমেজ চলচ্চিত্র উৎসবে "ক্যামারইমেজ পুরস্কার" পাবেন প্রখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপ!
৮) সাত মাসেরও বেশী বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়ে গেল ভারত-বাংলাদেশ বিমান চলাচল।
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)
একটু হাসুন
পাপ্পু : জানিস বল্টু, একটার সঙ্গে একটা তুলনা করে আজ এক ধ্রুব সত্য আবিষ্কার করলাম।
বল্টু : কি রে! কি ব্যাপার?
পাপ্পু : বেশিরভাগ সফল পুরুষের পেছনে যেমন এক নারী থাকে, ঠিক তেমনি বেশিরভাগ টিউবলাইটের পেছনে একটা টিকটিকি থাকে।
0 Comments