৮/১০/২০২০
১) ৭৫ বছর বয়সে প্রয়াত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়!
২) এবারের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার মহিলা কবি লিউইস গ্লুক!
৩) আজ আই পি এল-এর ২২-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
৪) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) দেশের ২৪টি স্বঘোষিত,স্বীকৃতিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল! সর্বাধিক সংখ্যক উত্তরপ্রদেশে, পশ্চিমবাংলায় দু'টি -
(ক) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন এবং (খ)ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ!
৫) ভারতে অনলাইন খুচরো ব্যবসায় পা রাখতে চলেছে টাটা গোষ্ঠী!
৬) দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সুসংহতভাবে ভ্যাকসিন বিতরণের জন্য যাবতীয় পরিকল্পনা সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হল!
৭) এবার থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে অনলাইন বিপণি Amazon-এ, IRCTC-র সাথে গাঁটছড়া বেঁধে ঐ পরিষেবা চালু করেছে Amazon!
৮) আজ ভারতীয় বায়ুসেনার ৮৮-তম প্রতিষ্ঠা দিবস পালিত হল!
৯) রিজার্ভ ব্যাঙ্কের অভিজ্ঞ এক্সিকিউটিভ ডিরেক্টর এম রাজেশ্বর রাও-কে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদে অভিষিক্ত করল কেন্দ্র!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
____________________________________
একটু হাসুন
পাপ্পু : জানিস বল্টু,আজ মায়ের সামনে একেবারে অপ্রস্তুতের মধ্যে পড়ে গিয়েছিলাম!
বল্টু : কেন? কি হল?
পাপ্পু : স্বপ্নে একটা মেয়ে আমার বাইকে লিফট চেয়েছিল, মেয়েটাকে বাইকে বসালাম, যেই হেলমেট পরতে যাবো...,ঠিক তখনই মা ডেকে তুলে বলল-"কি রে! বালিশের কভারের ভিতর মাথা ঢোকাচ্ছিস কেন?
_______________________________________
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
খেয়ালিপুরে দেয়াল জুড়ে খেয়াল কীর্তিগাথা
মন্ত্রীরা সব খেলার পুতুল সান্ত্রি বিলায় ভাতা।
আমলা তোলে তোলা
উকিল আপনভোলা
বদ্যিরা সব ব্যান্ড বাজায় কার্নিভালে মাতা।
২.
দলমা থেকে আসে দলবদ্ধ দামাল।
দুরুদুরু বুকে আওয়াজ -- সামাল! সামাল!
সারারাত্তির খাটি
হল্লা হুলাপার্টির--
সর্বস্বান্ত চাষি ; বাড়ছে বনপাল।।
-------------------------------------------------------------
0 Comments