জ্বলদর্চি

৯ অক্টোবর ২০২০

Today is the 9th  October, 2020

আজকের দিন 
বাংলায় ---২২ আশ্বিন ১৪২৭ শুক্রবার 

আজ, বিশিষ্ট  সরোদবাদক আমজাদ আলি খানের জন্মদিন। স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। ১৯৮৯ সালে ইনি সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার লাভ করেন। জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

আজ, খ্যাতিমান সমাজতান্ত্রিক  বিপ্লবী চে গুয়েভারার প্রয়াণ দিবস। তাঁর প্রকৃত নাম ছিল এর্নেস্তো গেভারা দে লা সের্না (স্পেনীয়: Ernesto Guevara de la Serna)।কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ, কিউবার বিপ্লবের প্রধান নেতা। তাঁর মৃত্যুর ধরণ নিয়ে রহস্য ও মতভেদ আছে।তবে মৃত্যুর পর তাঁর শৈল্পিক মুখচিত্রটি এক জনপ্রিয় সংস্কৃতির বিশ্বপ্রতীকে পরিণত হয়েছে।

আজ, ফরাসি দার্শনিক শিক্ষাবিদ জ্যাক দেরিদার প্রয়াণ দিবস। তাঁর চিন্তা ও বিশ্লেষণ উত্তরাধুনিক দর্শনের সাথে জড়িত। তার প্রবর্তিত তত্ত্ব অবিনির্মাণ (deconstruction) তত্ত্ব নামে অভিহিত।

আজ, বাঙালি চিকিৎসক কালীকিঙ্কর সেনগুপ্তের জন্মদিন। ছাত্রজীবনে সাহিত্য  ও চিকিৎসা বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। স্বগ্রামে চিকিৎসক হয়ে কর্মজীবন শুরু করেন।সেখানেই সংগঠিত স্বেচ্ছাসেবক দল নিয়ে স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।

আজ, রবীন্দ্র বিশেষজ্ঞ ক্ষুদিরাম দাসের জন্মদিন।রবীন্দ্রনাথের কাব্যিক প্রতিভার উপর তাঁর প্রথম বই ----- রবীন্দ্র  প্রতিভার পরিচয়, এই বইটি রবীন্দ্রসাহিত্য সম্পর্কে নতুন পথনির্দেশ। নিসর্গ, মানুষ এবং রোমান্টিকতা এবং তা থেকে জাত একটি অধ্যাত্মচেতনা কবিসত্তাকে কীভাবে বিচিত্র পথ বেয়ে প্রৌঢ়তার দিকে নিয়ে গেছে এবং শেষ পর্যন্ত যার নূতনত্ব এবং গতিশীলতা অব্যাহত---এই গ্রন্থে তা অসাধারণভাবে লেখক আলোচনা করেছেন।

১৮৭৪ সালে বিশ্ব ডাক ব্যবস্থা  চালু হয়। এজন্য আজকের দিনটি  বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়। 

মনীষী উবাচ :
মুক্তিযোদ্ধা বাস্তবে কখনো হয় না যতক্ষণ না মানুষ নিজে মুক্তিকামী  হয়। (চে গুয়েভারা)
______________________________________
সংকলক - রুম্পা প্রতিহার 
______________________________________
আগামীকাল থেকে । 
ধারাবাহিক উপন্যাস।  প্রতিদিন। 
   


Post a Comment

0 Comments