জ্বলদর্চি

১২ অক্টোবর ২০২০

Today is the 12 October, 2020

আজকের দিন 
বাংলায় ---২৫ আশ্বিন ১৪২৭ সোমবার 


আজ, বাঙালি কবি কামিনী রায়ের জন্মদিন। জনৈক বঙ্গমহিলা ছদ্মনামে লিখতেন। কবিতাগুলোতে আছে  জীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনার সহজ-সরল ও সাবলীল প্রকাশ। তৎকালে মাত্র পনেরো বছর বয়সে প্রথম কাব্য গ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয়।

আজ, রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রবীন্দ্র সংগীতের অন্যতম  সেরা ও জনপ্রিয় এই শিল্পী  রবীন্দ্রনাথের স্নেহধন্য। জন্মসূত্রে পাওয়া নাম অণিমা মুখোপাধ্যায়। ১৯৩৫ সালে রবীন্দ্রনাথ তাঁর ‘অণিমা’ নামটি পরিবর্তন করে ‘কণিকা’ রাখেন। অবশ্য ডাকনাম হিসাবে তিনি ব্যবহার করতেন ‘মোহর’।

আজ, ফরাসি কথাশিল্পী আনাতোল ফ্রান্স- এর প্রয়াণ দিবস।  প্রকৃত নাম আনাতোল তিবো। বাবার বই দোকান ছিল। সেই সূত্রে নানারকম বইপড়ার সুযোগ পেয়েছিলেন। বিদ্রুপাত্মক ও সংশয়বাদী লেখক হলেও তাঁর আত্মিক মূল্যবোধ ধাবিত হয়েছে মানবিক অধিকার, প্রেম, প্রীতি আর ভালোবাসার উদ্বোধনে। বহুমুখী সাহিত্যকর্মের জন্য ১৯২১ সালে  নোবেল পুরস্কার লাভ করেন। পুরস্কারের সমুদয় অর্থ তিনি দান করেন দুর্ভিক্ষপীড়িত রুশ জনগণের সাহায্যার্থে।

আজ, ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তালের জন্মদিন। ১৯৭৫ সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন।

আজ, পর্বতপ্রেমিক পরিব্রাজক উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন(১৯০২)। আবার প্রয়াণ দিবসও (১৯৯৭)।পেশায় ছিলেন আইনজীবী। অনেক ভ্রনণ কাহিনী লিখেছেন। তার মধ্যে মণিমহেশ নামক ভ্রমণকাহিনীর জন্য সাহিত্য অকাদেমি (১৯৭১) পুরস্কারে সম্মানিত হন ।

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস। গ্রিক শব্দ ‘আর্থ্রাে’-এর মানে হলো অস্থিসন্ধি বা হাড়ের জোড়া। ‘আইটিস’ শব্দের মানে প্রদাহ। খুব সাধারণভাবে বলা যায়, আর্থ্রাইটিস হলো অস্থিসন্ধি বা হাড়ের জোড়ার প্রদাহ।

মনীষী উবাচ:

জীবন খুবই সরল; কিন্তু আমরা সেটা জটিল করে ফেলি। (কনফুসিয়াস)
------------------------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
------------------------------------------------------------
প্রকাশিত হয়েছে। 

Post a Comment

0 Comments