জ্বলদর্চি

জীবন চলে আপন ছন্দে /পার্থ সারথি চক্রবর্তী

ফোটোগ্রাফি - সৈয়দ স্নেহাংশু 

জীবন চলে আপন ছন্দে 

পার্থ সারথি চক্রবর্তী 

আমার মনের ভেতর পাশাপাশি-
               শুয়ে আছে দু'টো নদী
একটা আনন্দের অপরটা দুঃখের 
একজন শুধুই দিয়ে যাচ্ছে অকাতরে  
অপরজন নিয়ে যাচ্ছে বিনাবাক্যে
ভারসাম্য বজায় থাকছে সবসময়,  
                 এমনটাও কিন্তু নয়!

আনন্দের নদী  যখন উপচে পড়ে
আশপাশের খাল,বিল, ডোবাতে- 
                সরবরাহ হতে থাকে 
                   তরলের ধর্ম মেনে 
আর দুঃখের নদী যখন-
       ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে 
আত্মস্থ করে নেয় নিজের মধ্যে 

অবাক হবেন শুনলে- 
প্রথম নদীতে নৌকা চলে
জলবিহার করে আমার প্রিয়জনেরা
সুদৃশ্য পোশাক পড়ে মাঝি দাঁড় টানে
গান বাজে মনের আনন্দে,
                      গুনগুন সুর তালে 
পারাপার করা কি সহজ, অনায়াস! 

দু'নম্বরটায় নৌকা তো দূরের কথা,
      পাড়ের কাছেও কেউ আসে না
দূর থেকে কেউ কেউ আবার-
        তাকিয়ে দেখে দূরবীন দিয়ে 
আমার যদি পারাপারের দরকার হয় 
ডুবসাঁতার দিই শ্বাস বন্ধ করে 
পৌছে যাই এক পড়ন্ত বিকেলে 

ভারসাম্য বজায় রাখার এই চেষ্টা চলতেই থাকে 

সাঁতার কাটতে গিয়ে যা কিছু উপচে ওঠে
আর্কিমিডিসকে সাক্ষী রেখে জমিয়ে রাখি-
অভিজ্ঞতার পানপাত্রে,  
              পরে পান করব ব'লে
ভারসাম্য তাও বজায় রাখতেই হবে

নদীর পাড়ে বাঁধ দেওয়া যে নিষিদ্ধ!
আনন্দের নদী নিয়ে মাথাব্যথা নেই 
তবে দ্বিতীয়টা চিন্তার, তাই ভাবছি- 
বসাব আমার মনের পাহাড়, পাহারায়
সে সব শুষে নেবে,আমার বিশ্বাস।

আমার আবার ঢেউ গোনার অভ্যাস নেই 
শুনেছি ঢেউয়ের তালে তালে সময় বাজে 
ঢেউয়ের গায়ে ঠিকানা লেখা থাকে 
ঢেউ নাকি চাঁদকে কাছে টানে,
     তবে মাঝে মাঝে আমাকেও- 
তরঙ্গয়িত জীবনে কম্পাঙ্ক বদলে যেতে থাকে 

নদীদু'টো কখনো শুকিয়ে যায়,
               কখনো বান আনে-
চাঁদের আলোয় মায়াবী রং খেলে
জীবনের ওঠাপড়ার ছন্দ মিলিয়ে 
জলতরঙ্গের চেনা সুর বাজে মনে
একাউস্টিক্সের জটিল সূত্র মেনে

তবে সব সূত্র খাটে না সবসময় 

তাই ভেবেছি আলোতে মেতে উঠব।
তা সে আনন্দের হোক, 
বা দুঃখের, বা কষ্টের 
আলোর আগুন জ্বালব মনে;
অন্তরের গহনে, সন্তর্পণে।
পবিত্র আগুনে ছাই হয়ে যাবে 
সব অজ্ঞানতা, অবিশ্বাস, অনাস্থা।

জীবন চলে তার আপন ছন্দে,   
হিসেব মেলেনা জীবনের হিসেবে।

আলোর শপথ কায়েম থাকুক-
জীবনের ছন্দে, কালের স্রোতে।

Post a Comment

1 Comments

  1. এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার ছন্দ পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

    ReplyDelete