জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১৬ নভেম্বর ২০২০

১৬/১১/২০২০

১) NASA-র ব্যবস্থাপনায় এই প্রথম যাত্রীবাহী রকেট চারজন নভোশ্চরকে নিয়ে অন্তরীক্ষে পাড়ি দিল! 
২) একটি প্রতিবেদন ও স্মরণ:-
সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মাল্য আচার্য-র সম্পাদনায় লিটল ম্যাগাজিন "এক্ষণ"-এর পথচলা শুরু হয় ১৩৬৮ বঙ্গাব্দে! পত্রিকার নামকরণ সত্যজিৎ রায়ের! প্রথম সংখ্যায় উল্লেখযোগ্য লেখা ছিল ভবতোষ দত্ত ও মৃণাল সেনের প্রবন্ধ এবং অরুণ মিত্র, বিষ্ণু দে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা! অনিয়মতার মধ্যেও ৭৯টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। 

৩) আজ ভাইফোঁটা! পশ্চিম ভারতে এই উৎসব "ভাইদুজ"-নামে পরিচিত! মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকে "ভাইবিজ"-হিসাবে খ্যাত! নেপাল ও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে "ভাইটিকা"-নামে পরিচিত। 
৪) আগামী সপ্তাহেই ভারতে প্রথম আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন Sputnik-V, এরপর অন্যান্য দেশে যাবে! 

৫) Open Doors Report-এর  তথ্য অনুযায়ী ২০১৯-'২০ সালে ভারতের ২ লক্ষ পড়ুয়া মারকিন যুক্তরাষ্ট্র-কেই তাদের  উচ্চশিক্ষার গন্তব্য হিসাবে বেছে নিয়েছে! মারকিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পড়তে যাওয়া দুনিয়ার ৫০ লক্ষ পড়ুয়ার মধ্যে ২০ শতাংশ  ভারতীয়! 
৬) দেশের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেট- এর সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসু-র মূর্তি স্থাপনের দাবি উঠল! 
৭) ডিসেম্বর মাসের মধ্যে আসতে চলেছে "PUBG"!
৮) আজ থেকে এই মরশুমে বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্বামী : আমি গত ২২ বছর যাবৎ দেখছি, তুমি আমার প্রত্যেক কথায় ভুল ধরো! 
স্ত্রী : ২২ বছর নয়, ওটা ২৩ বছর হবে!


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
তিনপুরুষের তেরো বিঘা -- তালাও
গ্রামবাসীরা মাছ ধরে -- ঢালাও। 
হাজির হলে মালিক 
উধাও চতুর্দিক ---
পাড়ার লোকে আওয়াজ দেয় --- পালাও ! 

২.
বোমার সাথে চুক্তিবদ্ধ আতসবাজি ! 
দেওয়ালিতে ট্যাঁ-ফোঁ নয়। আপসরাজি। 
তবে নির্বাচনের আগে পরে
কে আর তখন তাকে ধরে ? 
হাজির  রবে হাজার লাখো শব্দবাজি।

আরও পড়ুন 

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 
শ্রদ্ধা ও স্মরণে কবি ও চলচ্চিত্র বিশেষজ্ঞ সিদ্ধার্থ সাঁতরা।
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇


Post a Comment

0 Comments