জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১৪ নভেম্বর ২০২০


১৪/১১/২০২০

১) শিশু-কিশোরদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত রহমান! 
২) অত্যন্ত সংকটজনক অবস্থায় সর্বজনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় !
৩) ডিসেম্বর মাসে ভারতে কমপক্ষে ১০০ কোটি ডোজ্ টিকা উৎপাদনের জন্য জরুরীভিত্তিক সরকারি অনুমোদন পেতে পারে সংস্থার ভারতীয় অংশীদার Serum Institute of India Limited. 
৪) ৬ লক্ষ ৬ হাজার ৫৬৯টিরও বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ডের শিরোপা পেল অযোধ্যা-র রাম মন্দির! 

৫) নির্বাচনে পরাস্ত হওয়ার পর Fox News channel-এর উপর খাপ্পা হয়ে ডোনাল্ড ট্রাম্প চালু করতে চলেছেন নিজস্ব চ্যানেল !
৬) আমেরিকার Stanford University দ্বারা প্রকাশিত সারা বিশ্বের বিজ্ঞানীগণের তালিকায় কমপক্ষে ১৫০০ জন ভারতীয় আছেন! 
৭) টাইফুন "ভামকো"-র বিভৎস তান্ডবে বিপর্যস্ত ভিয়েতনাম! 
৮) রাষ্ট্রসঙ্ঘের আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন হিলারি ক্লিনটন! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, বউ আর বাইকের মধ্যে একটা অদ্ভুত মিল আছে! 
বল্টু : কি রকম ?
পাপ্পু : বউ আর বাইক যত পুরোনো হয়, তত সাউন্ড বাড়তে থাকে।

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কথা বলা শুরু করে আর থামিনি। 
রাজনীতি নিসর্গ কল্পনা কামিনী । 
নির্বাক শ্রোতা 
নদী খরস্রোতা 
কথা-খেয়া -- আয়ুখেকো ; সে তো ভাবিনি! 

২.
বড়বাবু রোদে শোয়া ; চলছিল তেল মালিশ। 
উটকো দুটো লোক এসে ঠুকেই দিলো নালিশ। 
বিলো কোয়ালিটি মাল --
দু-টাকা কিলো চাল ! 
চক্ষু - কর্ণে বড়বাবু ঢেকেই নিলো বালিশ !

আরও পড়ুন 
আজ থেকে শুরু হলো। নতুন ধারাবাহিক। সন্তু জানা-র 'অনুসন্ধানীর ডায়েরি'। আজ অখণ্ড মেদিনীপুর পর্বে  'বাবু কার্তিক চন্দ্র মিত্র'।


জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇


Post a Comment

0 Comments