১৫/১১/২০২০
১) প্রয়াত সর্বজনপ্রিয় অভিনেতা, নাট্যকার, বাচিকশিল্পী, নাট্যপরিচালক এবং গ্রন্থপ্রণেতা সৌমিত্র চট্টোপাধ্যায়!
২) এডুনিভার্সাল থ্রি-ডি ওয়ার্ল্ড কনভেনশন ২০২০ বার্ষিক অনুষ্ঠানে সেরা বি স্কুলের স্বীকৃতি পেল IIM/Bengaluru !এ'ছাড়া তালিকায় নাম রয়েছে IIM/Kolkata এবং IIM/Ahmedabad-এর !
৩) দীপাবলীর সাজে সেজে উঠেছে আমেরিকার ঐতিহ্যমন্ডিত The Empire State Building!
৪) আগামী বছরের আই পি এল-এ নতুন দল কিনতে চলেছেন আদানি গোষ্ঠী এবং আর পি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী!
৫) হিমাঙ্কের কুড়ি ডিগ্রীর নীচে দেওয়ালি পালন, উৎসবের আনন্দে মাতোয়ারা লাদাখের ভারতীয় জওয়ানেরা !
৬) DRDO-র Quick Reaction Surface to Air Missile System-এর সফল উৎক্ষেপণ!
৭) সদ্য সমাপ্ত আই পি এল অনুষ্ঠিত হওয়ার জন্য আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড-কে ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা দিতে হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-কে!
৮) পুনরায় আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার !
(বিঃদ্রঃ - দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
স্ত্রী : কাল রাতে তুমি পাশের বাড়ির টুনির মা'র সাথে সিনেমা দেখতে গিয়েছিলে?
স্বামী : কি আর করব! আজকালকার কোন সিনেমাই তো নিজের ফ্যামিলির সাথে দেখা যায় না!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
বাংলার ধুলোমাটি প্রতিভাতে ঋদ্ধা।
ফাইট কোনি ফাইট ! চলে গেল ক্ষিতদা !
আছে যত এলোকেশে দুর্গা ;
দিঘা থেকে ডুয়ার্সের দূর গাঁ
তোমাতেই শেখে গুরু, দশমহাবিদ্যা।।
২.
চেষ্টা ছিল। প্রত্যাশাও। শেষ যুদ্ধ।
মঞ্চ থেকে আমজনতা -- বাকরুদ্ধ !
মহারাজা তোমারে সেলাম
তোমার দান যা কিছু পেলাম --
শিহরিত আত্মজন -- চিরগুণমুগ্ধ।
আরও পড়ুন
চলে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।
গ্যালারি থেকে Arena -
৪র্থ পর্বে 'আলি সাহেবের ক্রিকেট'/অভিনন্দন মুখোপাধ্যায়
0 Comments