১৯/১১/২০২০
১) মহারাষ্ট্রের তালোজা সেন্ট্রাল জেলে বন্দী গুরুতর অসুস্থ ৮১ বছরের কবি-লেখক ভারভারা রাও-কে চিকিৎসার জন্য মুম্বই-এর নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট !
২) আমেরিকার ওষুধ নির্মাতা সংস্থা ফাইজার-এর সহযোগী বায়োএনটেকের কর্ণধার উগুর সাহিন জানিয়েছেন যে তাদের তৈরী করোনা টিকা বড়দিনের আগেই আসতে পারে!
৩) দিল্লি সরকারের কড়া সিদ্ধান্ত :-
মাস্ক ছাড়া বেরোলেই ২০০০ টাকা জরিমানা!
৪) ভারতে করোনার ভয়াবহতায় আর্থিকভাবে বেসামাল হাজার হাজার বেসরকারি সংস্থা, ১৮ লক্ষ কর্মহীন অক্টোবর মাসে!
৫) ১০টি রাষ্ট্র পাকিস্তান, তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখল সংযুক্ত আরব আমিরশাহী !
৬) ঐতিহ্যবাহী ১২৩-তম আই এফ এ শিল্ড ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী ৬ ডিসেম্বর!
৭) তিনদিনের সামান্য বেশী(৮৭ ঘন্টা) সময়ে পৃথিবীর ৭টি মহাদেশ ঘুরে বিশ্বরেকর্ড গড়লেন সংযুক্ত আরব আমিরশাহীর তরুণী খাওলা এইরোমেইথি!
৮) নৌসেনার শক্তি বাড়িয়ে আমেরিকা থেকে ভারতে এসে পৌঁছল অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী Poseidon-8.
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
বাসের একটা খালি সিট্ দেখিয়ে কনডাকটার দুই মহিলার উদ্দেশ্যে বলল-"যিনি বয়সে বড়, তিনিই বসুন! "
পুরো রাস্তাটা দুই মহিলা দাঁড়িয়েই থাকলেন!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
দেখা হলো, মেলামেশা -- পরবে, বাঁধনায়।
খাওয়াদাওয়া, নাচাগানা -- সব মাগনায় !
চার চোখ
সার্থক --
এইভাবে পাকাদেখা, ছাদনার ভাবনায়।
২.
স্বপ্ন উড়ান শুরু ; গাড়ি কেনা শখ করে ।
কোনোখানে তাড়া নেই, ক্রমাগত টক্করে।
বাবা মার চোখ নেই
থামাবার প্রশ্নেই !
একেবারে ফুলস্টপ ! ধাবমান চক্করে ।।
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇
আরও পড়ুন
সিটি কলেজের গেট থেকে যে বিকেল হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিট এসে দাঁড়ায় তাকে রহস্যময় ভাষা মনে হয়, তাকে বহু চেনা বলেই অচেনা লাগে।
0 Comments