জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২২ নভেম্বর ২০২০

২২/১১/২০২০

১) আগামী মঙ্গলবার (২৪/১১) নবান্নে বসে প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করবেন, করোনাভাইরাসের ভ্যাকসিন স্বাস্থ্যকর্মী থেকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য! 
২) আজ হিরো ইন্ডিয়ান সুপার লীগে মুখোমুখি হয়েছে এফ সি গোয়া এবং বেঙ্গালুরু এফ সি! 
৩) Central Board of Secondary Education(CBSE)-র দ্বাদশ শ্রেণীর প্রাক্টিক্যাল পরীক্ষা ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হতে পারে! 

৪) Employees' Provident Fund(EPF)-এর তথ্য অনুযায়ী নথিভুক্ত সংস্থার সংখ্যা কমল গত অক্টোবরে, বৃদ্ধি পেল বেকারির হার! 
৫) ইতালি-র একদল প্রত্নতাত্ত্বিক প্রাচীন নগরী পম্পেই-এর এক অট্টালিকার ধ্বংসাবশেষের মধ্যে খনন কার্য চালানোর সময় ২০০০ বছরের পুরোনো দুই দেহাবশেষের সন্ধান পেল! 
৬) দিল্লি, গুজরাট এবং রাজস্থানে করোনা-র ভয়ংকর দাপটে গোটা দেশ চিন্তিত! 
৭) সাগরে ফুঁসছে সাইক্লোন "নিভার"! উদ্বেগ শুরু হয়েছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর রাজ্যগুলি! 
৮) জি-২০ ভার্চুয়াল বৈঠকে উদ্যোক্তা সৌদি আরবের রাজা বিন আব্দুল আজিজ তাঁর উদ্বোধনী ভাষণে বললেন-" উন্নত দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলিও যেন কোভিড টিকা পায়!"
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

ডাক্তার : আপনার স্বামীর বিশ্রামের প্রয়োজন! আপাততঃ ঘুমের ওষুধ দিলাম! 
টুনির মা : ঠিক আছে! ওষুধ কখন খাওয়াব? 
ডাক্তার : ওষুধ আপনার স্বামীর জন্য নয়, ওষুধ আপনি খাবেন, রাতে শোবার আগে!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কইছে কথা সইছে ব্যথা, সময় এখন ছিন্নমস্তা। 
আত্মপর মানুষগুলোর জরাদীর্ণ দুরবস্থা। 
মিথ্যাচার ও একাকিত্ব 
সত্তারই সঙ্গী নিত্য --
কোথায় নারী স্বপনচারী কলুষহরা সুবিন্যস্তা ! 

২.
গভীর রাতে বাইক-হাতে শঙ্খ খান --
সামনে ট্রাক, শমণডাক -- রক্তস্নান। 
শান্তি এবং যন্ত্রণায়
আত্মীয়রা মন্ত্রণায় --
দাও করে দাও সর্বাধিক অঙ্গদান !


জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 

Post a Comment

0 Comments