জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৭ নভেম্বর ২০২০

২৭/১১/২০২০

১) ৩ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ৭টি মহাদেশ ঘুরলেন আরবীয় মহিলা খাওলা-আল-রোমাইঠি! 
২) ৯৪ বছরের পুরোনো লক্ষীবিলাস ব্যাঙ্ক একত্রিত হল সিঙ্গাপুরের সবথেকে বড় ডি বি এস ব্যাঙ্ক- এর সাথে! 
৩) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের প্রান্তে বেল্লাভিস্তা সমাধিস্থলে সমাহিত হলেন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা, বাবা-মা'র সমাধিস্থলের পাশে! কিংবদন্তী দিয়াগো মারাদোনা-র প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো আর্জেন্টিনা সরকার! 
৪) পুনের সেরাম ইনস্টিটিউট জানিয়েছে যে অক্সফোর্ড গবেষকদের তৈরী টিকা করোনা প্রতিরোধে সক্ষম! 

৫) করোনায় আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে চলে গেলেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলি জাকের
৬) বেঙ্গালুরুর National Law School of India University-র সাম্প্রতিক এক  রিপোর্ট মারফত জানা গেছে যে তামাক বিক্রির বয়সসীমা বাড়িয়ে ২১ বছর করা হলে তামাক সেবনের শুরু ও ক্রমশঃ বৃদ্ধির গতি কমানো যাবে। 
৭) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হতে চলেছে এটিকে-মোহনবাগান এবং এস সি ইস্টবেঙ্গল! 
৮) ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা TCS-এর প্রতিষ্ঠাতা এবং Father of India's IT History "পদ্মভূষণ" ফকির চাঁদ কোহলি! 

(বিঃদ্রঃ - দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
বিশ্বজোড়া খ্যাতি ; ময়দানের রাজাসোনা 
বিতর্ক সঙ্গী তোমার  ; সঙ্গে আরাধনা। 
পায়ে জাদুর কাজ
নিপুণ তীরন্দাজ ! 
মনের মণিকোঠায় -- দিয়াগো মারাদোনা !! 

২.
উচ্ছল মানুষটি প্রাণবান খুব খুশি। 
দুর্যোগ ঝাপটায় করে বসে খুদকুশি। 
হেরে হাওয়া !  ধরো না। 
সেরে যাওয়া করোনা। 
কলজেটা তাজা ছিলো। ঝাঁঝরা ফুসফুসই।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন 
আজকের দিন। 

Post a Comment

0 Comments