জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৩ নভেম্বর ২০২০


৩/১১/২০২০

১) রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে আগামী ৫ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে! 

২) আগামী ৫ নভেম্বর আদালতে রাজ্যে কালীপুজোর সময় বাজি নিষিদ্ধ-র মামলার শুনানি! 

৩) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন ফুটবলের যাদুকর দিয়াগো মারাদোনা!

৪) ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন-এর মন্ত্রিসভায় স্থান পেলেন! তিনি  যুবকল্যাণ ও জনজাতি উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন! 

৫) আজ আই পি এল-এর লীগ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দরাবাদ, শারজা ক্রিকেট স্টেডিয়ামে! 

৬) আই পি এল-এর আঙিনা থেকে বিদায় নিলেন চেন্নাই সুপার কিংসের অষ্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন!

৭) আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরের বইমেলায় জঙ্গীবাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ,কমপক্ষে ২০ জন নিহত! বহু বইপ্রেমী এবং প্রকাশকের আহতের খবর পাওয়া গিয়েছে! 

৮) আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন চলছে, মুখ্য দুই প্রার্থী রিপাবলিকান পার্টির  ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রাট পার্টির জো বাইডেন! 

(বিঃদ্রঃ - আজ অসুস্থ, জেলবন্দী কবি ভারভারা রাও-এর ৮১-তম জন্মদিন! আজ আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)

আজ কবি ভারভারা রাও-র জন্মদিন।
শ্রদ্ধা জানিয়েছেন সন্দীপ কাঞ্জিলাল। 

 একটু হাসুন 

ঘোষালবাবু : কি ব্যাপার, দাসবাবু! এত চিন্তামগ্ন কেন? 
দাসবাবু : জানেন ঘোষালবাবু! ছোটবেলায় মা বলতেন -"তুই কিছু বুঝিস না!"বিয়ের পর বৌ বলত-"তুমি কিছুই বোঝ না!"এখন উঠতে-বসতে ছেলে  বলে-"তুমি কিচ্ছু বোঝ না!"
বোঝার বয়স যে কোনটা, তা' আজও বুঝলাম না!


লিমেরিক 
বিনোদ মন্ডল 
১.
বাধার পাহাড় সামনে যখন সন্ধ্যা নামে 
অন্ধকারে হাতড়ে ফিরি -- ভুবনগ্রামে। 
দুঃসময় তমোনাশে
বিশ্বময় সূর্য হাসে
সম্ভাবনার হীরকদ্যুতি -- দুর্বাদামে। 

২.
কেউ অতি অমায়িক, কেউ বড়ো রাশভারি 
কেউ ঝাড়া হাত-পা,  কেউ সাথে পাততাড়ি। 
কেউ খোঁজে নিরিবিলি যোগাসন সারিতে
কেউ ফেরে সাতপাকে সুখি পরনারীতে
সব কালে সক্কালে,  ময়দানই চাঁদমারি !
---------
আরও পড়ুন 

আজ কবি শ্যামলকান্তি দাশের জন্মদিন। শুভেচ্ছা জানালেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। স্কেচ- দেবাশীষ দেব।

Post a Comment

0 Comments