Today is the 4th November, 2020
আজকের দিন
বাংলায় ---১৮ কার্তিক ১৪২৭ বুধবার
আজ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর নাম বহুল উচ্চারিত। চলচ্চিত্র জগতে পা রাখেন নিমাই ঘোষের ছিন্নমূল সিনেমার মধ্য দিয়ে। একই সাথে অভিনয় ও সহকারী পরিচালক হিসাবে কাজ করেন। এর দু'বছর পর একক পরিচালনায় মুক্তি পায় নাগরিক। দু'টি চলচ্চিত্রই ভারতীয় চলচ্চিত্রের গতানুগতিক ধারাকে জোর ঝাঁকুনি দিতে সমর্থ হয়েছিল। তাঁর সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা অন্যতম। এই সিনেমাগুলির মাধ্যমে কলকাতার তৎকালীন অবস্থা এবং উদ্বাস্তু জীবনের রুঢ় বাস্তবতা ও হিন্দু বাঙালি শরণার্থীর দুর্দশার কথা চিত্রায়িত হয়েছে।
আজ,ভারতীয় অভিনেত্রী তাব্বুর জন্মদিন। পুরো নাম তাবাসসুম ফাতিমা হাসমী। মূলত হিন্দি ছবির অভিনেত্রী, তবে অসংখ্য তেলুগু, তামিল, মালায়ালম, মারাঠি ভাষার সিনেমাতে কাজ করেছেন। মাচিস ও চাঁদনিবার ছবিতে অভিনয়ের জন্য দু'বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ, ভারতের স্বনামখ্যাত গণিতজ্ঞ শকুন্তলা দেবীর জন্মদিন। শকুন্তলা দেবী একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর। তাকে ‘মানব কম্পিউটার’ নামে ডাকা হয়। তাঁর এই অসাধারণ গণন ক্ষমতার জন্য তাকে ১৯৮২ সালে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি একজন লেখক হিসেবে বেশকিছু উপন্যাস, গণিত, ধাঁধা ও জ্যোতির্বিজ্ঞানের উপর বই লেখেন।
আজ, উইলফ্রেড ওয়েনের প্রয়াণ দিবস। পুরো নাম উইলফ্রেড এডয়ার্ড স্যাল্টার ওয়েন। ব্রিটিশ কবি। যুদ্ধ বিরোধিতার জন্য বিখ্যাত। প্রথম বিশ্বযুদ্ধকালীন কবি। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল Dulce et Decorum Est,Insensibility, Anthem for Doomed Youth, Futilityএবং Strange Meeting।
ইতিহাস থেকে জানা যায়, আজ মুঘল সম্রাট আওঙ্গজেবের জন্মদিন।
আজ, ইতালীয় চিত্রশিল্পী গুইডো রেনির জন্মদিন। তিনি মূলত ধর্মীয়, পৌরাণিক ও রূপক বিষয়ে ছবি আঁকেন।তাঁর প্রজন্মের সবচেয়ে বিখ্যাত শিল্পী ছিলেন।
আজ, কাজী ইমদাদুল হকের জন্মদিন। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশুসাহিত্য রচনা করেছেন। বাংলার মুসলিম সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি সাহিত্যকর্মে নিয়োজিত হয়েছিলেন। আবদুল্লাহ উপন্যাসের জন্য তিনি অধিক খ্যাত।
১৯৪৬ সালে আজকের দিনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞানো সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO প্রতিষ্ঠিত হয়।
----------------------------------------------
সংকলক- রূম্পা প্রতিহার
-----------------------------------------------
আরও পড়ুন।
কবি শ্যামলকান্তি দাশের জন্মদিনে শুভেচ্ছা জানালেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
জ্বলদর্চি কুইজ -১৪
এবারের বিষয় : বিজ্ঞান।
ক্লিক করে উত্তর দেখে নিন।
0 Comments